Header Ads

জেএসসি পরীক্ষার ফলাফল: চাটখিলে জিপিএ-৫ পেয়েছে ৩২৬

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ জেএসসি পরীক্ষার ফলাফলে নোয়াখালীর চাটখিল
উপজেলার ২২টি স্কুল থেকে ৩২৬জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত বিদ্যালয়
গুলো হচ্ছে- চাটখিল পিজি সরকারী হাই স্কুল ৬৭জন, পাল্লা মাহবুব আদর্শ
উচ্চ বিদ্যালয় ৩৩জন, কামালপুর এম এ হাশেম উচ্চ বিদ্যালয় ৩২জন, সপ্তগাঁও
আদর্শ উচ্চ বিদ্যালয় ২৭জন, বদলকোট বহুমুখি উচ্চ বিদ্যালয় ২১জন,
মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় ১৮জন, চাটখিল সরকারী বালিকা উচ্চ
বিদ্যালয় ১৭জন, সোমপাড়া হাই স্কুল ১২জন, জীবনগর হাই স্কুল ১৪জন, বদলকোট
দারুসসালাম বালিকা উচ্চ বিদ্যালয় ৫জন, কুলশ্রী ওমর আলী উচ্চ বিদ্যালয়
৯জন, সাহাপুর হাই স্কুল ১৮জন, হীরাপুর উচ্চ বিদ্যালয় ৮জন, খিলপাড়া
বহুমুখি উচ্চ বিদ্যালয় ১০জন, ফাওড়া উচ্চ বিদ্যালয় ২জন, নারায়নপুর আরকে
উচ্চ বিদ্যালয় ২জন, সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ৫জন, সিংবাহুড়া গার্লস
একাডেমী ৫জন, রামনারায়নপুর হাই স্কুল ৩জন, ভীমপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়
৩জন, কড়িহাটি উচ্চ বিদ্যালয় ৫জন, দশঘরিয়া-পরকোট ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ৮জন
জিপিএ-৫ পেয়েছে।
পাঁচটি বিদ্যালয়ে পাশের হার শতভাগ।
জেএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার পাঁচটি বিদ্যায়ে পাশের হার শতভাগ।
বিদ্যালয় গুলো হচেছ চাটখিল পিজি সরকারী উচ্চ বিদ্যালয়, পাল্লা মাহবুব
আদর্শ উচ্চ বিদ্যালয়, ফাওড়া উচ্চ বিদ্যালয়, কামালপুর এমএ হাশেম উচ্চ
বিদ্যালয় ও নারায়নপুর আরকে উচ্চ বিদ্যালয়।

-আনোয়ারুল হায়দার

No comments