Header Ads

সোনাইমুড়িতে জামাত-শিবির ২ যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ ১৮ দল আহুত ৭২ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন আজ দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ বাজার এলাকায় অবরোধকারী জামাত-শিবির কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে ২ যুবলীগ কর্মীকে রক্তাক্ত জখম করে তাদের ব্যবহৃত মোটর সাইকেলে অগ্নি সংযোগ করে। মারাত্মক আহত স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ ও সুজনকে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় ওই এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।
জয়াগ কলেজ ছাত্রলীগ সভাপতি ইলিয়াস জানান, রোববার দুপুরে বিএনপি কর্মী শিপনকে নিয়ে যুবলীগ কর্মী স্বপন ও সুজন মোটর সাইকেল যোগে বাংলা বাজার থেকে জয়াগ বাজার আসেন। শিপনকে জয়াগ বাজার রেখে স্বপন ও সুজন বাংলা বাজার যাওয়ার পথে জয়াগ কলেজ এলাকায় শিবির কর্মীরা তাদের পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে এ ঘটনা ঘটায়। এরপর শিবির কর্মীরা জয়াগ বাজারে জয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় ও শেখ রাসেল স্মৃতি সংসদ ভাংচুর করে। ঘটনার সত্যতা স্বীকার করে সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ পিপিএম বলেন, এ ঘটনার খবর পেয়ে সোনাইমুড়ি থানা পুলিশ জয়াগ বাজার পৌঁছালে জামাত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মত ইট পাটকেল নিক্ষেপ করতে থাকলে আত্মরক্ষার্থে পুলিশ সাত রাউন্ড গুলি ছোড়ে। এতে অজ্ঞাত এক শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যায়।

-আনোয়ারুল হায়দার

No comments