Header Ads

উন্নয়নের আওতায় চাটখিলের ৪৬টি প্রাথমিক বিদ্যালয়

চাটখিল (নোয়াখালী) থেকে মোঃ মনির হোসেনঃ
নোয়াখালী জেলার চাটখিলের ৪৬টি প্রাথমিক বিদ্যালয় উন্নয়নের আওতায় অন্তর্ভূক্ত হয়েছে। এগুলোর কাজ অতিশীঘ্রই আরম্ভ হবে। এতে করে বিদ্যালয় গুলোর শিক্ষার্থীদের পাঠদান এবং অফিসিয়াল কর্মকান্ড সম্পাদন ও শিক্ষকদের বিশ্রামাগারের ব্যবস্থা হবে।
জানা গেছে, এ উপজেলায় ১১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ গুলোর মধ্যে ৯৮ টি সরকারী এবং ১৪ টি রেজিস্টার্ড। এ গুলোর মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৩০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্লাস রুম এবং ১৬ টিতে শিক্ষকদের জন্য বিশ্রামাগারের জন্য রুম নির্মান করবে। এ গুলোর মধ্যে চাটখিল আদর্শ ৫ টি, দশঘরিয়া, পাল্ল¬া, পূর্ব চাঁদপুরে ৩টি করে, সাহাপুর, সমপাড়া, দেলিয়াই বালিকা, খিলপাড়া, রমাপুর আলিয়ায় ২টি করে, পূর্ব শোশালিয়া বালিকা, সোনাচাকা, পূর্ব শিবরামপুর, হাটপুকুরিয়া, মধ্য নোয়াখলা, চাঁদপুর, রুদ্ররামপুর, পরকোট বালিকা, বদলকোট, কল্যানপুর, হাশর, গোমাতলী, পূর্ব নোয়াপাড়া, মেঘা, বাইসসিন্দুর, মানিকপুর, পশ্চিম বদলকোট, নোয়াখলা কাদেরিয়া, ধন্যপুর, টবগা আজম, শ্রীরায়, দত্তেরবাগ, সাতরাপাড়া, দেলিয়াই বিনোদপুর, হরিপুর, নোয়াখলা, বাদুলী মোল¬াপত্তন, নারায়নপুর বালিকা এবং মধ্য শোশালিয়ায় ১টি করে ক্লাস রুম, দত্তেরবাগ, সাতরা পাড়া, দেলিয়াই বিনোদপুর, হরিপুর, নোয়াখলা, বাদুলী মোল¬াপত্তন, নারায়নপুর বালিকা, পূর্ব চাঁদপুর, মধ্য ঘাটলাবাগ, পশ্চিম বানসা, দক্ষিন নোয়াখলা, করটখিল ও পশ্চিম সুন্দরপুরে শিক্ষকদের জন্য ১টি করে রুম নির্মাণ করা হবে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজ্জাদ আহম্মেদ চৌধুরী জানান তিনি জাতীয় সংসদের স্পীকার এবং প্রধান মন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম এর মাধ্যমে এ বিদ্যালয়গুলোর ক্লাস রুম ও শিক্ষকদের বিশ্রামাগারের জন্য রুম নির্মাণের ব্যবস্থা করেছেন। জরুরী ভিত্তিতে টেন্ডার করে নির্মাণ কাজ আরম্ভ করা হবে।

No comments