Header Ads

পিএসসি’র ফলাফল: চাটখিলে পাশের হার বাড়লেও বাড়েনি জিপিএ-৫ ক্ষুদ্ধ ইউএনও

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ সোমবার দুপুরে প্রকাশিত প্রাথমিক শিক্ষা
সমাপনী (পিএসসি) পরীক্ষার ফলাফলে নোয়াখালীর চাটখিল উপজেলায় পাশের হার
৯৯.৯৫%। কিন্তু পাশের হার বাড়লেও বাড়েনি জিপিএ-৫ এর পরিমান। এ নিয়ে তীব্র
ক্ষোভ প্রকাশ করেছেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ চাহেল
তস্তরী।
ফলাফল পর্যক্ষেণে দেখা যায়, চলতি বছর এ পরীক্ষায় উপজেলার ১১৪টি সরকারী
প্রাথমিক বিদ্যালয় ও ৫০টি কেজি স্কুল হতে ৪ হাজার ৮৯৬জন শিক্ষার্থী অংশ
গ্রহন করে। এদের মধ্যে বালক ২ হাজার ৭৬, বালিকা ২ হাজার ৮২০। জিপিএ-৫
পেয়েছে ২৭১জন। এদের মধ্যে বালক ১০৯জন, বালক ১৬২জন। জিপিএ প্রাপ্তিন হার
৫.৫ শতাংশ যা নিতান্তই কম। এ পরীক্ষার ফলাফল ঘোষণার সময় উপজেলা পরিষদ
সম্মেলন কক্ষে উপস্থিথ প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে ইউএনও ক্ষোভ প্রকাশ
করে বলেন, সরকার প্রাথমিক শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সকল প্রকার সুযোগ
সুবিধা করলেও শিক্ষার মান কেন বাড়বে না।

-আনোয়ারুল হায়দার

No comments