Header Ads

গান্ধী আশ্রম ট্রাষ্ট: সু-শাসন ও মানবাধিকার প্রকল্পের ত্রি-বার্ষিক কমিটি গঠন- হায়দার সভাপতি-মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতাঃ
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ গ্রামস্থ মহাত্মা গান্ধীর স্মৃতি
বিজড়িত গান্ধী আশ্রম ট্রাষ্ট কৃর্তক পরিচালিত সু-শাসন ও মানবাধিকার
প্রকল্পের চাটখিল উপজেলা শাখার ত্রি-বার্ষিক সাধিারণ সভা আজ বৃহষ্পতিবার
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রকল্পের
উপজেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মহিউদ্দিনের সভাপতিত্বে ও গান্ধী
আশ্রম ট্রাষ্ট-এর উপজেলা ম্যানেজার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ
চাহেল তস্তরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা তথ্য প্রযুক্তি (আপা) কর্মকর্তা
রিমা চাকমা, পৌর কাউন্সিলর আহসান হাবীব সমীর। এতে বক্তব্য রাখেন সংগঠনের
সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ারুল হায়দার, উপজেলা মুক্তিযোদ্ধা
সংসদের কমান্ডার মোঃ হাসান, শিক্ষিকা শামিমা আক্তার, কবি এম মাসুদ আলম,
ওমাম সাজ্জাদ পাপ্পু, হুমায়ন কবির, রাশেদুল ইসলাম, তানজিনা আক্তার, এবিএম
নোমান, খাদিজা আক্তার, মাওলানা মহিউদ্দিন, সিরাজুল ইসলাম হাসান, আরিফ খান
প্রমূখ।
পরে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হায়দারকে সভাপতি, শামিমা
আক্তারকে সহ সভাপতি ও কবি এম মাসুদ আলমেক সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য
বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। গান্ধী আশ্রম ট্রাষ্ট সচিব শ্রীমতি
ঝর্ণা ধারা চৌধুরী গতকাল বৃহষ্পতিবার নবগঠিত কমিটি অনুমোদন করেছেন। এ
কমিটি ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কমিটিকে ঝর্ণা ধারা চৌধুরী, গান্ধী আশ্রম ট্রাষ্ট পরিচালক রাহা নব
কুমার, প্রশাসনিক কর্মকর্তা শংকর বিকাশ পাল ও চাটখিল প্রেস ক্লাব সভাপতি
সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান অভিনন্দন জানিয়েছেন।

No comments