Header Ads

সোনাইমুড়িতে গৃহবধু অপহরণের ৩ দিন পর উদ্ধার

চাটখিল (নোয়াখালী): রাতের আঁধারে নিজ বাড়ি থেকে অপহরণের ৩ দিন পর এক
তরুনী গৃহবধুকে (১৮) অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।
মারাত্মক আহত অবস্থায় ওই গৃহবধুকে গত রোববার রাতে চাটখিল উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক
চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় নোয়াখালীর
সোনাইমুড়ি উপজেলার মুহিতখোলা গ্রামে।
অপহৃত গৃহবধুর পারিবারিক সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার দক্ষিণ
রামনারায়নপুর গ্রামের বাসিন্দা ও খিলপাড়া বাজার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের
সঙ্গে গত ৩০ মার্চ পাশ্ববর্তী উপজেলা সোনাইমুড়ির মুহিতখোলা গ্রমের মৃত
হেদায়েত উল্যাহর মেয়ে ফাতেমা আক্তার মুন্নির বিয়ে হয়। বিয়ের তিন মাস পর
গত শবে বরাত উপলক্ষে মুন্নি তার বাবার বাড়ি যান। মুন্নির বড় বোন নুর
জাহান বেগম জানান, গত শুক্রবার রাতে মুন্নি বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে
যাওয়া পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী মুন্নীর মুখে কাপড়
গুজে অজ্ঞান করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই ঘটনায় গত শনিবার
অপহৃতার বাবার পরিবারের পক্ষ থেকে সোনাইমুড়ি থানায় একটি জিডি করা হয়।
অপহরণ হওয়ার তিনদিন পর গত রোববার সন্ধ্যায় এক অটোরিক্সা সিএনজি চালক
মুন্নিকে মুুুহিতখোলা গ্রামের মোল্লা বাড়ির মসজিদের সামনে ফেলে রেখে
পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুন্নিকে উদ্ধার করে সোনাইমুড়ি থানা
পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. মো: খলিল উল্যাহ
ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুন্নি হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ৯নং
বিছানায় চিকিৎসাধীন রয়েছে।
সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে
গিয়ে ওই গৃহবধুকে হাসপাতলে ভর্তি করে দিয়ে এসেছি। তবে তদন্তের স্বর্থে
তিনি এর বেশী তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

No comments