Header Ads

চাটখিলে গো-খাদ্যের চরম সংকট, হারিয়ে যাচ্ছে গোয়াল ভরা গরু

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। এক সময় এ অঞ্চলের
প্রত্যেক এলাকায় গোÑচারনের জমি ছিল। ছিল খাল-বিলে প্রচুর পরিমানে কচুরি
পানা। কালের বিবর্তনে এখন অনেকটাই হারিয়ে যাচ্ছে এই গো- খাদ্য। গো-
খাদ্যের জন্য পতিত জমি চলে গেছে বিভিন্ন দখলদারীদের দখলে আবার কেউ
নির্মান করেছে ঘর-বাড়ি। ইরি-বরো জমির আগাছা নিধন করতে এখন আর পূর্বের
ন্যায় কৃষি শ্রমিক ব্যবহার হয় না। জমির আগাছা বিষ প্রয়োগ করে ধ্বংস করার
কারণে এখন আর জমিনের অইলে ঘাস ও গজাচ্ছে না। এদিকে প্রতিটি খাল-বিল ও
ডোবা-নালায় মাছ চাষ হওয়ায় কচুরিপানাও যেন হারিয়ে যাচ্ছে। এক সময়
প্রত্যন্ত অঞ্চলের বিল গুলোতে প্রচুর পরিমানে ঘাস ও কচুরিপানা হতো এবং
সেখানে হাজার হাজার প্রানী লালন পালন করা হতো। এদিকে মঠে নেই ঘাস,
পুকুরে, ডোবায় ও খালে নেই কচুরিপানা । এ অবস্থায় নিরুপায় হয়ে কৃষকরা বেশী
দামে খইল, ধানের কুড়া, চিটা ও ভুষি খাওয়াচ্ছেন। এমন কি বিভিন্ন অঞ্চলে
থেকে কৃষকরা চড়া দামে খড় ক্রয় করে এনে গরুকে খাওয়াতে হচেছ বিধায় গো-
খাদ্যের দাম বেশী হওয়ায় অনেকে বাধ্য হয়েই গরু পালন বন্ধ করে দিয়েছেন আবার
অনেকে গরু বিক্রি করে দিচ্ছেন। এদিকে যারা পালন করছেন তাদের গরু খাদ্যের
আভাবে স্বস্থ্যহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় কৃষক সমাজ পড়েছেন চরম বিপাকে।

No comments