Header Ads

চাটখিলে বিআরডিবি সভাপতির হাতে উপজেলা সমবায় কর্মকর্তা সহ ৩ কর্মকর্তা লাঞ্ছিত

সংবাদদাতা, চাটখিল(নোয়াখালী)
বিআরডিবি এর ভুয়া নির্বাচনী কাগজপত্রে ও সভার রেজুলেশনে স্বাক্ষর না করে
ফেরত দেওয়ায় চাটখিল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আহম্মদ হোসেন
সোহাগ উপজেলা সমবায় অফিসার ও দুই সহকারী পরিদর্শককে শারিরিকভাবে লাঞ্চিত
করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা পরিষদের কর্মকর্তাদের মাঝে
তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। এ ব্যাপারে লাঞ্চিতরা উপজেলা
নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত
মঙ্গলবার দুপুরে সমবায় অফিসারের কার্যালয়ে।
অভিযোগে জানা যায়, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আওতাভূক্ত ২২টি
প্রাথমিক সমবায় সমিতি পরিচালনা পর্ষদের নির্বাচনী কাগজপত্র অনুমোদনের
জন্য পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আলিম উদ্দিন চৌধুরী গত সোমবার উপজেলা
সমবায় অফিসার আনোয়ার হোসেনের দফতরে পাঠান। সমবায় অফিসার ২২টি সমিতির
মধ্যে ১টি বাদে ২১টি সমিতির নির্বাচন প্রক্রিয়া সমবায় আইন ও বিধি মোতাবেক
না হওয়ায় তা ফেরত পাঠান। এতে ক্ষিপ্ত হয়ে কেন্দ্রীয় সমিতির সভাপতি
আহম্মদ হোসেন সোহাগ মঙ্গলবার দুপুরে সমবায় কার্যালয়ে ঢুকে সমবায়
কর্মকর্তা আনোয়ার হোসেনকে গালি-গালাজ করে শারিরিক ভাবে লাঞ্চিত করতে
থাকলে অফিসে কর্মরত সহকারী পরিদর্শক কামাল হোসেন চৌধুরী ও সুদেব কুমার
রায় তাকে রক্ষা করার জন্য এগিয়ে এলে তাদেরকেও তিনি লাঞ্চিত করেন। আহম্মদ
হোসেন সোহাগ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। উপজেলা নির্বাহী
অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বিষয়টি
সমঝোতা হয়ে গেছে। তবে পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এখনও উত্তেজনা
বিরাজ করছে।

গুলজার হোসেন সৈকত
সংবাদদাতা

No comments