Header Ads

বাতাসে গুঞ্জন-চাটখিলে পূন:নির্বাচন

চাটখিল প্রতিনিধি:
গত ২৯জুন চাটখিল পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে আ'লীগের
২জন, বিএনপি'র ১জন ও জামাতে ১জন প্রতিদ্বন্দ্বীতা করেন। ওই দিন
বেসরকারীভাবে বিএনপি প্রার্থী মোস্তফা কামালকে বিজয়ী ঘোষণা করা হয়।
আওয়ামীগের বিদ্রোহী প্রার্থী জসিম উদ্দিন তপদার ফল ঘোষণার পরপরই সাংবাদিক
সম্মেলন ডেকে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। তাঁর অভিযোগ ৫নং
ওয়ার্ডে আম্বিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে বাক্সে ভোট
ঢোকানো হয়েছে। ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৭০১। কাষ্টিং ভোটের সংখ্যা
১১৭২ কিন্তু ভোট গননার সময় দেখা যায় কাষ্টিং ১৪৪৪ ভোট। এতে দেখা যায় ২৭২
ভোটের হিসাব মিলে না।
উপজেলা নির্বাহী অফিসার নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবী করলেও অভিযুক্ত
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার লিখিতভাবে ঘটনার সত্যতা স্বীকার করে
নির্বাচন কমিশন সচিবা কে জানান বলে শোনা যায়।
এদিকে ২০৪ ভোটের ব্যবধানে হেরে যাওয়া আ'লীগের বিদ্রোহী প্রার্থী জসিম
উদ্দিন তপদার বিষয়টি আদালতে তোলেন। গতকাল ৭ জুলাই আদালত উক্ত নির্বাচনের
ফলাফল স্থগিত ও ৫নং আম্বিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
পূন:নির্বচনের আদেশ দেন বলে চাটখিলে প্রচার হচ্ছে। পক্ষান্তরে মোস্তফা
কামালও নাকি আপীল করেছেন, দেখা যাক কি হয়ে।

No comments