Header Ads

চাটখিলে টিআর আত্মসাতের অভিযোগ

প্রতিনিধি, চাটখিল, (নোয়াখালী):
নোয়াখালীর চাটখিলে শৌচাগার মেরামত বাবদ বরাদ্ধকৃত ৩ মে.ট টিআর কাজ না করে
আত্মসাত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকার ব্যবসায়ীদের মাঝে তীব্র
ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে চাটখিল উপজেলার খিলপাড়া বাজাারে।
জানা যায়, ২০১২-২০১৩ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর)
কর্মসূচির আওতায় মহিলা আসন-৩১ এর সংসদ সদস্য স্পিকার ড. শিরীন শারমিন
চৌধুরীর অনুকুলে (২য় পর্যায়) চাটখিলে ১০০ মে.ট টিআর বরাদ্ধ দেওয়া হয়। ওই
বরাদ্ধ থেকে উপজেলার খিলপাড়া বাজার মহিলা অপেক্ষাগার ও শৌচাগার মেরামতের
জন্য ৩ মে.ট টিআর বরাদ্ধ দেওয়া হয়। কিন্তু কোন প্রকার কাজ না করে কাগুজে
কমিটি গঠন করে ভূয়া প্রকল্প দাখিল করে গত ৩০জুনের পূর্বে ওই তিন মে.টন
টিআর বিক্রি করে তার পুরো টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে স্থানীয় চাটখিল
উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ হারুনের
বিরুদ্ধে।
খিলপাড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও শৌচাগার মেরামত কমিটির সদস্য
ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, শৌচাগার মেরামতের কোন কাজ
করা হয়নি। ভূয়া কমিটি করে পুরো টাকা আত্মসাত করা হয়েছে। স্থানীয় ইউপি
সদস্য তবারক উল্যাহ মেম্বার প্রকাশ কালু ছেরাং বলেন, শৌচাগার মেরামত
কমিটির আমি একজন সমস্য। কিন্তু এ বছর কোন বরাদ্ধ এসেছে বলে আমার জানা
নেই। শৌচাগপার ব্যবহারকারী রাইচ মিল কর্মচারী আ: রহিম, আ: আউয়াল সহ অনেক
বাজার ব্যবসায়ী অভিযোগ করে বলেন, সামান্য বৃষ্টিপাত হলেই শৌচাগারে
যাতায়াতের রাস্তায় হাটু পরিমান পানি জমে যায়। এতে করে মহিলাতো দুরের কথা
পুরুষদেরই শৌচাগার ব্যবহারে দুর্ভোগ পোহাতে হয়।
এ ব্যপারে প্রকল্পের সভাপতি হারুনুর রশিদের সঙ্গে কথা বললে তিনি টাকা
আত্মসাত করার কথা অস্বীকার করে বলেন, বর্ষা মৌসুম হওয়ায় কাজ শুরু হয়নি।
শুষ্ক মৌসুমে কাজ করে দেওয়া হবে। টাকা আমার কাছে আছে। উপজেলা নির্বাহী
অফিসার কাজী মো: চাহেল তস্তরীর সঙ্গে কথা বললে তিনি বলেন, এ ব্যাপারে
লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

No comments