Header Ads

চাটখিলে পুলিশের সঙ্গে জামাত শিবির কর্মীদের সংঘর্ষ গুলি গ্রেফতার ৪ আহত ১০

প্রতিনিধি চাটখিল (নোয়াখালী):
যুুদ্ধাপরাধী জামায়াত-ই ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিচারের রাকে
কেন্দ্র করে জামাত শিবির আহুত হরতালে দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার সকালে
পৌরসভার হালিমা দিঘীর পাড় এলাকায় পুলিশের সঙ্গে জামাত শিবির কর্মীদের
সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০জন আহত হয়। এ ঘটনায় পুলিশ ৬ রাউন্ড গুলি বর্ষণ
করে ও ৪ শিবির কর্মীকে গ্রেফতার করে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, হরতালের সমর্থনে জামাত শিবির
কর্মীরা মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার সময় চাটখিল-সোনাইমুড়ি সড়কের হালিমা
দিঘীর পাড়ে ইট ও গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
পৌছালে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময়
উভয়ের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে
পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় পুলিশ ধাওয়া করে ৪ শিবির কর্মীকে
গ্রেফতার করে। গ্রেফতাকৃতরা হলেন উপজেলার ভাওর গ্রামের শাহাবুদ্দিনের
ছেলে মেহেদী হাছান রফিক (১৯), ভীমপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে
আবদুল্লাহ আল মামুন (১৯), বারই পাড়া গ্রামের নাদেরুজ্জামানের ছেলে
ইব্রাহীম খলিল (২০) ও কুমিল্লার বুড়িচং থানার শশিদল গ্রামের ফরিদ মিয়ার
ছেলে রুবেল হোসেন (২০)। এ ব্যাপারে উপজেলা জামাত আমীর মাও: সাইফুল্লাহ
সঙ্গে কথা বললে তিনি পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষের কথা অস্বীকার
করলেও শিবির কর্মী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করছেন।ু
চাটখিল থানার ওসি ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায়
সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।

No comments