Header Ads

কাজের মেয়ে পিংকি জিপিএ-৫ পেয়েছে, টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারছেনা

আনোয়ারুল হায়দার, চাটখিল (নোয়খালী): দারিদ্রতার কষাঘাতে জর্জরিত
নোয়াখালীর চাটখিল উপজেলার শ্রীরায় গ্রামের অদম্য মেধাবী ছাত্রী ফারিয়া
আফসানা পিংকি এবার এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে।
উপজেলার প্রত্যন্ত গ্রামে অবস্থিত খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের
মেধাবী ছাত্রী পিংকি জিপিএ ৫ পেয়ে বেজায় খুশি হলেও অর্থাভাবে উচ্চশিক্ষা
থেকে বঞ্চিত হওয়ার আশংকায় চোখে মুখে অন্ধকার দেখছে। সে পড়শুনা করে অনেক
বড় হতে চায়। পিংকির বাবা নেই। মা রেহানা বেগম ও পিংকি অন্যের বাড়িতে ঝি
এর কাজ করে পড়াশুনা করে এ দুর্লভ ফলাফল করে। পিতৃহীন পিংকি ও তার মার
থাকার জায়গা পর্যন্ত নেই। তারা বর্তমানে শ্রীরায় গ্রামের বিশিষ্ট
সমাজসেবক মরহুম জি এম রুহুল আমিন সাহেবের বাড়িতে আশ্রয় নিয়ে ঝি এর কাজ
করে জীবিকা নির্বাহের পাশাপাশি পিংকি তার পড়াশুনা করে এ অভাবনীয় সাফল্য
অর্জন করেছে।
পিংকির মতে, গ্রামের বিদ্যালয়গুলোতে ভালো মানের কোন শিক্ষক নেই। তাই সে
উচ্চশিক্ষা গ্রহন করে একজন আর্দশ শিক্ষক হয়ে সমাজে আলো ছড়ানোর স্বপ্ন
দেখে। কিন্তু দারিদ্রতার তীব্র কষাঘাতে জর্জরিত মেধাবী এই তরুনীর শিক্ষার
সেই স্বপ্ন কি পূরণ হবে? এমনই সংশয় তার মনে তৈরি হয়েছে।
আর্থিক দূরবস্থার জন্য ভালো কলেজে তো দূরের কথা স্থানীয় কলেজেও ভর্তি হতে
পারছেনা পিংকি। তার মা রেহানা বেগম জানান, অন্যের বাড়িতে মা-মেয়ে ঝি এর
কাজ করে কোন মতে বেঁচে আছেন কিন্তু আমার মেয়ে ভালো ফলাফল করেছে কিন্তু
আর্থিক অভাব অনটনের কারণে তাকে কলেজে ভর্তি করা সম্ভব হচ্ছে না।
যদি সমাজের কোন সৎ ও হৃদয়বান ব্যাক্তি এগিয়ে এসে আমার মেয়ের উচ্চশিক্ষার
ব্যয়ভার বহন করতো তা হলে পড়াশুনা করে সে দেশ, জাতি ও সমাজের কল্যাণ করতো।

No comments