Header Ads

চাটখিল পৌর মেয়রের গাড়ীতে হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার

চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল পৌরসভার মেয়রের গাড়ীতে হামলার
অভিযোগে বুধবার দুপুরে পৌরসভার সুন্দরপুর গ্রামের দুলালের ছেলে ইসমাইল
হোসেনকে (১৮) সুন্দরপুর মাস্টার কলোনীর সামনে থেকে গ্রেপ্তার করছে। তবে
গ্রেপ্তারকৃত যুবক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্ব
শত্র"তার জের ধরে তাকে ফাঁসানোর জন্য বুধবার দুপুরে নূর নবী মাষ্টারের
কলনীর সামনে রাস্তায় মেয়রের ছেলে জুয়েল সহ একদল যুবক বেদম প্রহার করে তার
হাতে একটি ধারালো ছোড়া ও একটি বন্ধুকের কার্তুজ তার পকেটে জোর পূর্বক
ঢুকিয়ে দিয়ে থানা পুলিশ ডেকে এনে তাকে পুলিশে সোপর্দ করে।
পৌর মেয়র বি,এন,পি নেতা মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, বুধবার সকাল
১০টার সময় তিনি পৌরসভার ২নং ওয়ার্ডে সংস্কারাধীন একটি রাস্তার কাজ
পরিদর্শন শেষে বাড়ী ফেরার পথে পৌরসভার সুন্দরপুর এলাকার মাষ্টার কলোনীর
সামনে তার গাড়ী পৌছালে গ্রেপ্তারকৃত যুবক তার গাড়ীর পিছনে আঘাত করলে তিনি
গাড়ী থামান। এরপর তিনি গাড়ী থেকে নামলে ওই যুবক তাকে অকথ্য ভাষায় গালমন্দ
করে। খবর পেয়ে মেয়রের ছেলে জুয়েলসহ একদল যুবক ঘটনাস্থলে এসে ইসমাইলকে আটক
করে পুলিশে সোর্পদ করে। মেয়রের দাবী তাকে পরিকল্পিত ভাবে হত্যার
উদ্দেশ্যে এঘটনা ঘটানো হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবক নিজেকে নির্দোষ দাবী করে সাংবাদিকদের বলেন, এটা তার
বিরুদ্দে মেয়র ও তার ছেলে মিথ্যা ষড়যন্ত্রকরে তাকে ফাঁসিয়ে দিয়েছেন।
চাটখিল পৌর ছাত্রলীগ য্গ্নুআহবায়ক স্বপন পাটোয়ারী বলেন, মেয়রের ছেলে
জুয়েলের অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে পৌরবাসী আতংকিত। তার এ অবৈধ কর্মকান্ডের
প্রতিবাদ করায় সে এঘটনা ঘটিয়েছে।
চাটখিল থানার এস, আই মিজানুর রহমান খন্দকার জানান, পুলিশ খরব পেয়ে
ঘটনাস্থলে পৌছে আহত অবস্থায় যুবক ইসমাইলকে আটক করে। চাটখিল থানার ওসি মো:
আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা প্রস্তুতি
চলছে। মামলা দায়েরের পর তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments