Header Ads

চাটখিলে প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট, ককটেল ও গুলি বিষ্ফোরণ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার রাতে চাটখিল উপজেলার
বৈকুন্ঠপুর ৩০/৪০ জনের একদল সশস্ত্র সস্ত্রাসী ওই গ্রামের সৌদী প্রবাসী
আবুল হোসেন পাটওয়ারীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর আসবাবপত্র তছনছ
করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সস্ত্রাসীরা ১০/১২ রাউন্ড গুলি ও ২০/২৫টি
ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। খবর পেয়ে চাটখিল থানা টহল
পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে
পারেনি। এ ঘটনায় প্রবাসীর পরিবারে আতংক বিরাজ করছে।
স্থানীয় ও প্রবাসীর পারিবারিক সূত্র জানায়, উপজেলার রামনারয়নপুর ইউনিয়নের
বৈকুন্ঠপুর গ্রামের প্রবাসী আবুল হোসেন পাটওয়ারীর সঙ্গে প্রতিবেশী কামরুল
ইসলাম ফিরোজের দীর্ঘ দিন থেকে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।
প্রবাসী আবুল হোসেন পাটওয়ারী জানান, তিনি চিকিৎসার জন্য ঢাকা গেলে এই
সুযোগে একদল সন্ত্রাসী ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন
করে। তিনি এ হামলার জন্য প্রতিবেশী কামরুল ইসলামকে দায়ী করেন। প্রতিবেশী
আবদুল মান্নান, কাজী তানিম ইসলাম, সাইফ উদ্দিন, সোহেল, বাচ্ছুসহ অনেকে
জানান, রাত ২টার সময় তারা ভাংচুর, ককটেল ও গুলি বিষ্ফোরনের শব্দ শুনে
এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের অস্ত্রের ভয় দেখিয়ে ধাওয়া করে। এ সময় পুলিশ
আসার খবর পেয়ে সস্ত্রাসীরা ককটেল বিষ্ফোরণ ও ফাঁকা গুলি বর্ষণ করতে করতে
পালিয়ে যায়। স্থানীয় গ্রাম পুলিশ আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার
করেছেন।
চাটখিল থানার টহল পুলিশের এসআই খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এ ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ
পাওয়া যায়নি।

No comments