Header Ads

মুক্তিযোদ্ধা পরিবাকে প্রাণনাশের চেষ্টার অভিযোগে চাটখিল পৌর মেয়রের ছেলের বিরুদ্ধে মামলা

চাটখিল, (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে এক মুক্তিযোদ্ধা
পরিবারের এক সদস্যকে বেদম মারধোর করে প্রাণনশের চেষ্টা ও অপর সদস্যদের
প্রাণনাশ করার হুমকি প্রদানের অভিযোগে চাটখিল পৌর মেয়র মোস্তফা কামালের
ছেলে মাহবুবুর রহমান জুয়েল, মেয়রের ভাই আনোয়ার হোসেন বাচ্চু সহ ১০ জনের
বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
গত শনিবার বিকেলে পৌসভার সুন্দরপুর গ্রামের মুক্তিযোদ্ধা আমির হোসেন
থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ৪। মুক্তিযোদ্ধা আমির হোসেনর থানায়
দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত ৪জুন বুধবার সাকালে পূর্ব পরিকল্পিত
ভবে মাহবুবুর রহমান জুয়েলের নেতৃত্বে ৮/১০ জনের একদল সন্ত্রাসী তার নাতি
ইসমাইল হোসেন (১৭)কে বদলকোট রোডে সফিক মাষ্টারের বাড়ির সামনে এলোপাতাড়ি
মারধোর করে গুরতর জখম করে প্রাণনাশের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় জনাতা
এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
মুক্তিযোদ্ধা আমির হোসেন গত শনিবার রাতে প্রেসক্লাবে এসে কান্না জড়িত
কন্ঠে সাংবাদিকদের জানান, তার নাতি ইসমাইলকে মারধোর করার প্রতিবাদ কারায়
জুয়েল সহ কতিপয় সন্ত্রাসী তাকে ও তার পরিবারের সকলকে প্রাণনাশের হুমকি
দেয়। তিনি সন্ত্রাসীদের গ্রেফতার এবং তার পরিবরের সদস্যদের নিরাপত্তা
দানের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে মেয়রের ছেলে মামবুবুর রহমান জুয়েলের সঙ্গে কথা বললে তিনি তার
বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, গত শনিবার সকালে ইসমাইল সহ
কতিপয় সন্ত্রাসী আমার পিতাকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা চেষ্টা চালালে
স্থানীয় জনতা ইসমাইলকে আটক করে পুলিশে সোপর্দ করে। চাটখিল থানার ওসি মো:
আমিনুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক আইনগত
ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments