Header Ads

চাটখিলে আওয়ামীলীগ নেতার বাড়িতে পুলিশি তল্লাশীকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, ভাংচুর গুলি, উত্তেজনা আহত ২

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী): গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনের খবর
পেয়ে এক আওয়ামীলীগ নেতার বাড়িতে শুক্রবার রাতে চাটখিল থানা পুলিশ অভিযান
চালায়। এ ঘটনার জের ধরে ওই আওয়ামীলীগ নেতা ও স্থানীয় যুবলীগের এক নেতার
সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ, বসত বাড়িতে হামলা, লুটপাট, ককটেল
বিষ্ফোরন ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে যুবলীগ নেতা আলাউদ্দিন ও
গৃহকত্রী আমেনা বেগম (৬৫) আহত হয়েছেন। এ সময় একটি মোটর সাইকেল ভাংচুর করা
হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা
সম্পাদক মাকসুদুর রহমান কিশোরের ছায়ানী টবগা গ্রামের বাড়িতে চাটখিল থানা
পুলিশ ঝটিকা অভিযান ও তল্লাশী চালায়। কিশোর জানান, বিনা কারনে পুলিশ তার
ঘরে রাত নয়টার সময় অনধিকার প্রবেশ করে তল্লাশীর নামে ঘরের আসবাবপত্র তছনছ
করে। এতে তিনি সামাজিক ও রানৈতিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন বলে জানান।
এদিকে, পুলিশি অভিযানের পর রাত সাড়ে ৯টার সময় কিশোর তার সমর্থকদের নিয়ে
চাটখিল-খিলপাড়া সড়কে অবস্থান নেন। এ সময় যুবলীগ নেতা আলাউদ্দিন চাটখিল
থেকে মটর সাইকেল যাগে তার গ্রামের বাড়ি ছয়ানী টবগা যাওয়ার পথে কিশোর ও
তার সমর্থকরা তার গতিরোধ করে। আলাউদ্দিন জানান, তার মটার সাইকেল ব্রেক
করার সঙ্গে সঙ্গে কিশোর ও তার সমর্থকরা তাকে এলোপাতাড়ি মারধোর করে আহত
করে এবং তার মোটর সাইকেলটি ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ সময় তারা
বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে তাকে ভয় দেখায়। কিশোর এ অভিযোগ অস্বীকার
করেছেন।
ওই ঘটনার জের ধরে আলাউদ্দিনের সমর্থকরা রাতেই কিশোরের বসত বাড়িতে হামলা
চালিয়ে তাকে মারধোর, ভাংচুর করে এবং ঘর থেকে নগদ দেড় লক্ষ টাকা ও তার
স্ত্রীর স্বর্ণ গয়না ছিনিয়ে নেয় বলে কিাশোর জানান। এ সময় তারা উপর্যুপরী
৭/৮ রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় ভীতির সৃষ্টি করে। যুবলীগ নেতা
আলাউদ্দিন এ অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় ৮নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগ
সভাপতি রুহুল কুদ্দুছ মুক্তা ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবুল কালাম
আজাদ (কালাম কমিশনার) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সৃষ্ট ঘটনার ঘটনার
সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যাক্তিদের গ্রেফতার দাবী করেন।
ওসি আমিনুল ইসলাম পুলিশী অভিযানের কথা স্বীকার করলেও পরবর্তী ঘটনার
ব্যাপারে তিনি অবগত নন এবং এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি বলে জানান।

No comments