Header Ads

চাটখিলে যৌতুকের জন্য অন্ত:সত্ত্বা গৃহবধুর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

চাটখিল (নোয়াখালী): বাবার বাড়ি থেকে তৃতীয় দফায় যৌতুক আনতে অপারগতা প্রকাশ ও এ ঘটনার প্রতিবাদ করায় এক পাষন্ড স্বামী ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে এক অন্ত:সত্ত্বা তরুনী গৃহবধুকে শারীরিক নির্যাতন করে একটি অন্ধকার কক্ষে দিন ভর আটক রাখার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুরে চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ঘাটলাবাগ গ্রামের মাথু পাটওয়ারী বাড়িতে। এ ঘটনায় চাটখিল থানায় মামলা দায়ের হয়েছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার নোয়াখলা গ্রামের ইব্রাহীম খলিলের মেয়ে নূর জাহার আক্তার শিলা (২০) এর সঙ্গে আড়াই লাখ টাকা দেন মোহরে গত ২০১২ সালের ৮ নভেম্বর ঘাটলাবাগ গ্রামের মৃত আবু সায়েদের ছেলে মো: রুবেলের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর রুবেল ব্যবসা করার কথা বলে শিলার পরিবারের কাছ থেকে দুই দফায় ৩ লাখ টাকা যৌতুন নেয়। শিলা ও তার মা মরিয়ম বেগম জানান, ওই টাকা ব্যবসায়িক কাজে না লাগিয়ে রুবেল ইয়াবা ও মাদক সেবন করে খরচ করে ফেলে। এর পর রুবেল শিলাকে পুনরায় তার বাবার বাড়ি থেকে আরো ২ লাখ টাকা আনার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। শিলা তৃতীয় দফায় যৌতুক আনতে অপারগতা প্রকাশ করে এ ঘটনার প্রতিবাদ জানান। এতে তার স্বামী রুবেল, দেবর পাবেল, ননদ পপি ঘটনার দিন সকালে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মেরে ও পিটিয়ে অচেতন করে একটি অন্ধকার কক্ষে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে শিলার মা মরিয়ম বেগম তাকে উদ্ধারের জন্য ওই বাড়ি গেলে তাকেও মারধোর করে তাড়িয়ে দেয়। পরে থানা পুলিশ গিয়ে শিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চার মাসের অন্ত:সত্ত্বা আহত শিলা কান্না জাড়িত কন্ঠে জানান, তার গর্ভের সন্তান হত্যার জন্য স্বামী-দেবর-ননদ তার তলপেটে এলোপাতাড়ি লাথি মেরে তাকে হত্যার উদ্ধার উদ্ধেশ্যে গলা টিপেধরে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।
স্থানীয় নোয়খলা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে রুবেলের শাস্তি দাবী করেন।

No comments