Header Ads

চাটখিলে সাংবাদিককে হত্যা করে লাশ গুমের হুমকি

চাটখিল (নোয়াখালী):
নোয়াখালীর চাটখিল উপজেলায় কর্মরত সাংবাদিক এ এন মাহমুদ চৌধুরী জুয়েলকে
মোবাইল ফোনে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ
ঘটনায় সাংবাদিক জুয়েল চাটখিল থানায় একটি অভিযোগ করেছেন। থানা পুলিশ এর
তদন্ত করছে।
সাংবাদিক জুয়েল এর চাটখিল থানায় দায়ের করা অভিযোগ (ডায়েরী নং ২৬৯, তাং ০৭
মে ২০১৪ইং) থেকে জানা গেছে গত বুধবার দুপুরে জুয়েলের ব্যবহৃত মুঠোফোনে এক
অজ্ঞাত নামা ব্যক্তি ০১৮৬৩০৯৪৮৮৬ নাম্বার থেকে ফোন করে হত্যাসহ লাশ গুমের
হুমকি দেয়। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করলে সে মোবাইল
সংযোগটি কেটে দেয়। বর্তমানে জুয়েল ও তার পরিবার আতংকে দিন কাটাচ্ছে।
সাংবাদিক জুয়েল দৈনিক নবরাজ চাটখিল প্রতিনিধি ও ডে-নাইট ২৪ ডট কম এর জেলা
প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। সে চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত
মোস্তাক আহম্মেদ চৌধুরীর ছেলে। এ ঘটনায় চাটখিল প্রেস ক্লাবের সভাপতি
হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন ভুলু, সাংবাদিক সমিতি, অনলাইন
সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়ে ঘটনার তদন্ত করে
হুমকি দাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। তদন্তকারী
কর্মকর্তা চাটখির থানার এসআই মো: মহসিন সরকার জানান, মোবাইল নাম্বার সহ
প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

No comments