Header Ads

সোনাইমুড়িতে যুবলীগ কর্মী নিহত

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী) ঃ দশম জাতীয় সংসদ নির্বাচন শেষে গত রাতে
নোয়াখালীর সোনাইমুড়িতে স্থানীয় আ'লীগ বিজয় মিছিল বের করে। মিছিলে
বিএনপি-জামাত অতর্কিত হামলা চালিয়ে মাহফুজ (২২) নামের এক যুবলীগ কর্মীকে
পিটিয়ে হত্যা করেছে বলে আ'লীগের দাবী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ
করছে। নিহত মাহফুজ আ'লীগ ও বিএনপি তাদের নিজ নিজ দলীয় কর্মী বলে দাবী
করেছে। নিহতের লাশ উদ্ধার করে সোনাইমুড়ি থানা পুলিশ ময়না তদন্তের জন্য
নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
জানা যায়, রোববার রাত ৭টার সময় সোনাইমুড়ি উপজেলার নদনা ইউনিয়নের গজারিয়া
এলাকায় স্থানীয় আ'লীগ বিজয় মিছিল বের করে। ওই মিছিলে স্থানীয়
বিএনপি-জামাত পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালায় । এতে উভয় দলের মধ্যে
ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মাহফুজ (২২) নামের এক
যুবক মারা যান। নিহত যুবক নদনা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের হাজী জয়নাল
হোসেনের ছেলে। সোনাইমুড়ি পৌর যুবলীগ সভাপতি মোঃ খলিলুর রহমান ও সোনাইমুড়ি
থানার ডিউটি অফিসার এএসআই জামাল জানান, দশম জাতীয় সংসদ নির্বাচন শেষে
আ'লীগের আনন্দ মিছিলে হামলা চালিয়ে পিটিয়ে যুবলীগ কর্মী মাহফুজকে হত্যা
করে। ঘটনার সত্যতা স্বীকার করে সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান আ'লীগ নেতা আ
ফ ম বাবু বলেন, বিএনপি-জামাত ক্যাডাররা নির্মম ভাবে যুবলীগ কর্মী
মাহফুজকে পিটিয়ে হত্যা করেছে। এ হত্যাকান্ডের বিচার করা হবে। এ ঘটনায়
মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে উপজেলা বিএনপি'র সভাপতি কামাল হোসেন, সোনাইমুড়ি পৌর মেয়র
মোতাহের হোসেন মানিক ও নদোনা ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন জানান, নিহত
যুবকের গোটা পরিবার বিএনপি'র রাজনীতির সঙ্গে জড়িত সে যুবদলের কর্মী বলে
তারা দাবী করেন। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে বিএনপি গজারিয়া এলাকায়
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

No comments