Header Ads

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন শিরীন শারমিন

বিশেষ প্রতিনিধি:
গতকাল রবিবার বেলা একটার দিকে জাতীয় সংসদের রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমি নির্বাহিত হলে পীরগঞ্জের উন্নয়নে বিশেষ নজর দেব। এ এলাকার মানুষের প্রতি আমার ভালোবাসার কমতি হবে না। এলাকার উন্নয়নে মহাপরিকল্পনা নেয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসনটি ছেড়ে দেয়ায় তা শূন্য হয়। তিনি উপনির্বাচনে এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েছেন। তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বোন হয়ে পীরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপনির্বাচনে শিরীন শারমিনের একক প্রার্থী হচ্ছেন। একক প্রার্থী হিসেবে রংপুর-৬ আসনের উপনির্বাচনে ড. শিরীন শারমিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘোষণা দেয়া হতে পারে।
গত ৫ জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনা শ্বশুরবাড়ির এলাকা রংপুর-৬ আসনে এক লাখ ৪৮ হাজার ৫৯৯ ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নুর আলম যাদু পান চার হাজার ৯৫৯ ভোট।

No comments