Header Ads

নয় মাসেও ক্ষতিপূরণ পায়নি চাটখিলের ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুরা

বিশেষ প্রতিনিধিঃ
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সুত্রধর পাড়ায় গত ১৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখ হন্দু সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বকর্মা পুঁজার উদ্যাপন শেষে প্রতিমা বির্সজন দেয়ার পূর্বে ধর্মীয় রীতি অনুযায়ী রং ও কাঁদা খেলে ভক্তদের আনন্দ স্ফূর্তি করা কালীন সময় পাশ্ববর্তী মুসলিম পাড়ার প্রবাসী তৈয়ব আলীর শিশু কন্যা তানজীনা আক্তার (৭) ঘটনাস্থলে প্রতিমা বির্সজন অনুষ্ঠান দেখার জন্য যায়। ওই সময় পুজা ভক্তদের রং ও কাঁদা কিছু অংশ ওই মুসলিম শিশুর গায়ে লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে ১০০/১৫০ জনের একদল সন্ত্রাসী ঐ দিন সন্ধ্যায় সূত্রধর পাড়ায় আর্তকিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে ১০ জনকে আহত করে। এদের মধ্যে মারাতœক আহত সংকর চন্দ্র সূত্রধরকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ত্রাসীরা হামলা চালিয়ে সূত্রধর পাড়ার ১০/১২টি বসত ঘরে ব্যাপক ভাংচুর করে। এ সময় সন্ত্রাসীরা ঘরের দরজা জানালা আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে ও ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ চাহেল তস্তরী নোয়াখালী জেলা প্রশাসককে জানালে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সহযোগিতা করার আশ্বাস দেন। কিন্তু দীর্ঘ নয় মাস পেরিয়ে গেলেও আজও তারা ক্ষতিপূরণ কোন পায়নি। দিন মুজুর ও স্বল্প আয়ের দরিদ্র শ্রেণীর লোক হওয়ায় আর্থিক অভাব অনটনের কারনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরবাড়ি মেরামত করতে না পেরে মানবেতর জীবন যাপন করছে।

No comments