Header Ads

সোনাইমুড়ীতে স্কুল ছাত্রী মীমের বাল্য বিবাহ ঠেকাতে পারেননি ইউএনও

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ইউএনও ড. রহিমা বেগমের হস্তক্ষেপ সত্ত্বেও গতকাল রবিবার উপজেলার জৈনদপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী নারগিছ সুলতানা মীম (১৫) এর কাবিননামা ছাড়াই বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে। মীম জৈনদপুর পাটোয়ারী বাড়ীর নজরুল ইসলাম প্রকাশ মিন্টু মাষ্টারের মেয়ে।
জানা গেছে, ইউরোপ প্রবাসী সোনাইমুড়ী গ্রামের সোবহান হাজী বেপারী বাড়ির হাজী সোবহান মিয়ার ছেলে মোঃ পলাশ (৩২) এর সাথে মীমের বিবাহের দিন রবিবার ধার্য করা হয়। বিষয়টি ইউএনও অবগত হলে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ও তার পক্ষের একজন প্রতিনিধিকে মেয়ের বাড়িতে পাঠান। মীমের বাবা মিন্টু মাস্টার ইউএনওর নিকট গেলে ইউএনও ডঃ রহিমা তার মেয়েকে বিবাহ না দেওয়ার নির্দেশ এবং এর আইনগত বিভিন্ন দিক বুঝিয়ে বলেন। এতে মিন্টু মাস্টার মেয়েকে বিবাহ না দেওয়ার লিখিত অঙ্গীকার দিয়ে আসেন। বাড়ীতে এসে শনিবার রাতে তিনি যথারীতি মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠান, রবিবারে বিবাহ অনুষ্ঠান শেষ করে মেয়েকে বরের বাড়িতে প্রেরণ এবং গতকাল সোমবার ছেলের বাড়ীতে বৌভাত অনুষ্ঠান জাঁকজমক পূর্ণভাবে সম্পূর্ন করেন। আইনগত ভাবে তিনি নিজেকে রক্ষায় মেয়েকে বাল্য বিবাহ দিলেও বিয়ের কাবিন রেজিষ্ট্রি করেননি। এ বিয়ে নিয়ে স্থানীয় কাজী আবুল খায়ের জানান, বিয়ে সহ সমুদয় কাজ সম্পন্ন হয়েছে কিন্তু আইনী জটিলতার কারনে কাবিন রেজিষ্ট্রি হয়নি। এ ব্যপারে সোনাইমুড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

এ এন মাহমুদ চৌধুরী জুয়েল
০১৭৭৮৭১০৮৫৪

No comments