Header Ads

বিভাগীয় কমিশনারের গান্ধী আশ্রম ট্রাষ্ট পরিদর্শন ও সভা

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতাঃ দশম জাতীয় সংসদ নির্বচনোত্তর দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলা, নির্যাতন ও নাশকতার ঘটনায় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আলিফ উদ্দিন গত মঙ্গলবার দুপুরে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ গান্ধী আশ্রম ট্রাষ্ট পরিদর্শন ও সভা করেন।
চট্টগ্রাম থেকে সড়ক পথে বেলা ২টার সময় তিনি গান্ধী আশ্রম প্রাঙ্গনে পৌঁছালে উপজেলা প্রশাসন ও আশ্রমের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। তিনি প্রথমে গান্ধী মিউজিয়াম পরিদর্শন করেন। বেলা ৩টার সময় গান্ধী আশ্রম রেষ্ট হাউজে গান্ধী আশ্রম ট্রাষ্ট সচিব ভারতের পদ্মশ্রী ও বাংলাদেশের বেগম রোকেয়া পদক প্রাপ্ত শ্রীমতি ঝর্ণাধারা চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আলিফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ি উপজেলার ইউএনও ড. রহিমা খাতুন, চাটখিলের ইউএনও কাজী মোঃ চাহেল তস্তরী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  সহকারী কমিশনার মোঃ নাসির উল্যাহ খান, গান্ধী আশ্রম পরিচালক রাহা নব কুমার, সমকাল সাংবাদিক আনোয়ারুল হায়দার, গান্ধী আশ্রম প্রশাসনিক কর্মকর্তা শংকর বিকাশ পাল, পিস কো-অর্ডিনেটর অসীম কুমার বকশী, উপজেলা ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।


No comments