Header Ads

চাটখিলে ছাত্র ও যুবদল নেতার বাড়িতে ডিবি পুলিশের অভিযান, ভাংচুরের অভিযোগ

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী) ঃ চাটখিলে হরতালের শেষ দিন ২৯ অক্টোবর
মঙ্গলবার যুবদল ও ছাত্রদল নেতাদের বাড়িতে চাটখিল থানা পুলিশ ও নোয়াখালীর
ডিবি পুলিশের যৌথ অভিযান চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময় উপজেলা
ছাত্রদলের সাবেক সভাপতি বেলায়েত হোসেন দিপু, যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা,
ছাত্রদল নেতা সাহাব উদ্দিন সজিবের সুন্দরপুর হাজী বাড়ির বাসায় অস্ত্রের
সন্ধানে ব্যাপক তল্লাশী চালায়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেলায়েত হোসেন
দিপু অভিযোগ করে বলেন, বিনা কারনে ডিবি পুলিশ প্রকাশ্য দিবালোকে আমার বসত
ঘরে ঢুকে তল্লাশীর নামে তান্ডব চালায় এবং কোন অস্ত্র না পেয়ে গৃহস্থালীর
কাজে ব্যবহৃত একটি শাবল নিয়ে যায় এবং আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। তার
বাসার সোফা, খাট ওলট-পালট করে, তার বাসায় ফুল দোকানের কিছু ককসিট ছিলো
ওগুলো মাড়িয়ে দেয়। সজিব জানায়- তার বাসায় কোন অস্ত্র না পেলেও একটি
কুচক্রী মহল তাকে হেয় করার জন্য প্রচার করছে যে, তার বাসয় অস্ত্র পাওয়া
গেছে।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি ইব্রাহীম খলিলের সঙ্গে কথা বললে তিনি ভাংচুর
ও গালমন্দের কথা আস্বীকার করে বলেন-পুলিশ অস্ত্রের সন্ধ্যানে তল্লাশী
চালিয়েছে।

No comments