Header Ads

চাটখিলে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, শিশু ও নারীসহ গুলিবিদ্ধ ৪, আহত ৩০, গ্রেফতার ১০

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি ঃ ১৮দল আহুত হরতালের দ্বিতীয় দিন সোমবার
চাটখিল পৌর এলাকার সিএন্ডবি সড়কে হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে গুলি
বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শিশু, এক নারীসহ ৪জন গুলিবিদ্ধ
হয়েছে। এদের মধ্যে মারাত্মক আহত শিবির কর্মী মাহমুদুল হাসান (১৬) ও
মাহমুদুর রহমান সবুজ (১৮) কে অজ্ঞাত স্থানে এবং শিশু রাফি (৯) কে
নোয়াখালী সরকারী মেডিকেল কলেজ এবং গৃহবধু কামরুন নাহার (২৮) কে চাটখিল
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৭ পুলিশ সহ
কমপক্ষে ৩০জন আহত হয়েছে।
জানাযায় হরতাল চলাকালীন বেলা ১১টার সময় বিএনপি জামাত হরতাল সমর্থনে একটি
মিছিল নিয়ে সিএন্ডবি রোডে যায়। চাটখিল থানার ওসি ইব্রাহীম খলিল ও
ইন্সপেক্টর (তদন্ত) আবদুল মজিদ জানান, বেলা সোয়া ১১টার সময় জামাত-শিবির
কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টিরমত গুলি বর্ষণ ও ইট পাটকেল নিক্ষেপ
করতে থাকে। এসময় আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পাল্টা গুলি
ছোড়ে। এসময় পুলিশ ৮০ রাউন্ড শটগানের গুলি ও ৩৩ রাউন্ড চাইনিজ রাইফেলের ও
১ রাউন্ড পিস্তলের গুলি ছোড়ে। এঘটনায় পুলিশের এএসআই আবদুল কাদের, পুলিশ
কনস্টেবল হুমায়ন কবির, আবুল বাশার, শহিদুল ইসলাম, মেজবাহ সহ ৭পুলিশ ও
৩০জন আহত হয়। বেলা ১২টার সময় বিজিবি ও দঙ্গা পুলিশের একটি দল ঘটনাস্থলে
পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে উপজেলা জামাতের আমির মাওঃ
সাইফুল্লাহর সঙ্গে কথা বললে ২ শিবির কর্মী গুলিবিদ্ধ হওয়ার কথা স্বীকার
করে বলেন, পুলিশ ও সরকারদলীয় ক্যাডাররা শিবির কর্মীদের উপর নির্বিচারে
গুলি করে।
এসময় পুলিশ ১০ শিবির কর্মীকে আটক করে জেলা শহরে নিয়ে যায়। উপজেলা ব্যাপী
থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশের দাবী পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

No comments