Header Ads

চাটখিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ উত্তেজনা

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)ঃ নোয়াখালীর চাটখিল উপজেলার ইসলাম পুর
গ্রামে পূর্ব শত্র"তার জের ধরে ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত, ভাংচুর, গুলি, ককটেল বিস্ফোরণ ও ইসলাম পুর
বাজারের দোকানপাট ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৃথক পৃথক মামলা
হয়েছে। শনিবার বিকেলে ও রাতে উপজেলার মানিকপুর ও ইসলাম পুর গ্রামবাসীর
মধ্যে দফায় দফায় সংঘষের্র ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার বদলকোট ইউনিয়নের মানিকপুর
গ্রামবাসীর সঙ্গে ইসলামপুর এলাকার লোকজনের দীর্ঘ দিন থেকে স্থানীয়
ইসলামপুর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। শনিবার বিকেলে
মানিকপুর গ্রামের সাইফুল ইসলাম সাকিলের সঙ্গে ইসলামপুর গ্রামের সিএনজি
চালক বাবুর তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে
এরপর সাকিল মুঠোফোনে মানিকপুর গ্রামের লোকজন নিয়ে ইসলামপুর বাজারে ও
হোসাইনীয়া দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার
বিতরনী সভায় অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও পুরষ্কার বিতরনী সভা
পন্ড করে দেয়। এ সময় সন্ত্রাসীরা গুলি, ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ইসলামপুর
বাজারের ৭টি দোকান ঘর ভাংচুর ও মালামাল রুট করে নিয়ে যায় বলে ব্যবসায়ীরা
দাবী করেন।
ইসলামপুর গ্রামের বাসিন্দা এ্যাড. মনির হোসেন রিপন, মোরশেদ আলম, ওজি
উল্যা, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, হাজী মাহমুদুল ইসলাম জানান সাইফুলের
নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী নিয়ে হঠাৎ করে ইসলামপুর এলাকায় এসে এ ঘটনা
ঘটায়। এতে কমপক্ষে ২০জন আহত হয়। আহতরা হচ্ছেন আলাউদ্দিন রাজু, মোহাম্মদ
উল্যা, মহিন, বাদশা, মামুন, জাহাঙ্গীর, সাকিল, হাসেম, তপন, নাসির উদ্দিন,
তোফায়েল আহম্মেদ, শহিদ উল্যাহ প্রমূখ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ
করছে।

No comments