Header Ads

চাটখিলে এলজিএসপি-২ এর ১২৭ টি প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালী জেলার চাটখিলের ৯টি ইউনিয়নের জন্য
এলজিএসপি-২ এর ১২৭টি প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
পাওয়া গেছে। এসব দুর্নীতি ও অনিয়ম তদন্তে প্রত্যেক ইউনিয়নে আলাদা আলাদা
তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে প্রতি বছর ২ কিস্তিতে স্থানীয় সরকার ও মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদ
সমুহকে এলজিএসপি প্রকল্পে নগদ টাকা দিয়ে থাকেন। এর ধারাবাহিকতায় বর্তমান
বছর চাটখিলের ৯ ইউনিয়নের জন্য ৯০ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকা বরাদ্দ দেওয়া
হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ব্লক গ্রান্ট কো-অর্ডিনেশন কমিটি
এলজিএসপি-২ এর সভাপতির সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় এ টাকায় ৯ ইউনিয়নের ১২৭
প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ১নং সাহাপুর ইউনিয়নের ৯ লাখ ৩৫ হাজার
৬৬৮ টাকায় ১৪টি, ২নং রামনারায়নপুর ইউনিয়নে ১০ লাখ ৪৬ হাজার ২৫ টাকায় ১৪
টি, ৩ নং পরকোট ইউনিয়নের ১১ লাখ ৪৪ হাজার ১২ টাকায় ১০টি, ৪নং বদলকোট
ইউনিয়নে ১২ লাখ ৭২ হাজার ১০৭ টাকায় ১৬ টি, ৫নং মোহাম্মদপুর ইউনিয়নে ১৫
লাখ ৮ হাজার ৯২৩ টাকায় ১৮ টি, ৬ নং পাঁচগাঁও ইউনিয়নে ৭ লাখ ৮ হাজার ৮৬৩
টাকায় ১৪ টি, ৭নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের ৬ লাখ ৯৭ হাজার ৯৯৮
টাকায় ৯টি, ৮নং নোয়াখলা ইউনিয়নে ১১ লাখ ৪৯ হাজার ১৪৪ টাকায় ১৬টি এবং ৯ নং
খিলপাড়া ইউনিয়নে ১১ লাখ ৬৮ হাজার ৮০ টাকায় ১৬টি প্রকল্প গ্রহন করা হয়েছে।
এসব প্রকল্পের টাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উত্তোলন করে নিয়ে গেছেন।
অথচ ২/৩ টি ইউনিয়নে ৪০ থেকে ৫০ ভাগ কাজ হয়েছে। আবার ২/৩টি ইউনিয়নে মোটেই
কাজ হয়নি। অথচ প্রকল্প সমূহের কাজ হওয়ায় ভূয়া মাস্টার রোল দাখিল করেছেন
চেয়ারম্যান। এ কাজে ব্যাপক দূর্নীতি ও অনিয়ম হওয়ায় এগুলো তদন্তের জন্য
আলাদা তদন্ত কমিটি গ্রহন করা হয়েছে। এসব কমিটি ব্যাপক দূর্নীতি ও অনিয়মের
অভিযোগ রয়েছে। দুর্নীতি ও অভিযোগ সমূহের জবাবে চেয়ারম্যানগন জানিয়েছেন
নির্ধারিত সময়ের মধ্যে টাকা উত্তোলন করতে হয় এজন্য তারা টাকা গুলো
উত্তোলন করে রেখেছেন এবং কাজ করে দিবেন। প্রতি বছর ২ কিস্তিতে এলজিএসপির
বরাদ্দকৃত টাকা ব্যাপক দূর্নীতি ও অনিয়মের মধ্যমে স্থানীয় প্রশাসনকে
ম্যানেজ করে এ টাকা আত্মসাৎ করা হচ্ছে। এ দুর্নীতি নিয়ে উপজেলা প্রশাসনের
সাথে চেয়ারম্যানগনের দ্বন্দ ও বিরোধ দেখা দিয়েছে।

No comments