Header Ads

চাটখিলে শিবিরের হামলায়, আহত ১০, উত্তেজনা

আনোয়ারুল হায়দার,চাটখিল (নোয়াখালী)ঃ
জামাত-শিবিরের রাজনীতি না করার অপরাধে ইসলামী ছাত্র শিবিরের হামলায়
কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতদের সবাই ইসলামী
শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতা-কর্মী। এ ঘটনায় মাদ্রাসা ক্যাম্পাস ও
তার আশপাশ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে রাববার সকালে
নোয়াখালীর চাটখিল কামিল মাদ্রাসা ক্যাম্পাসে। এ ঘটনায় কামিল মাদ্রাসার
ছাত্র ও ছাত্র আন্দোলনের সহ-সভাপতি নাজিম উদ্দিন বাদী হয়ে ৭ শিবির কর্মী
সহ অজ্ঞাত নামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে গতকাল বিকেলে চাটখিল থানায় মামলা
দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের
নেতা-কর্মীদেরকে দীর্ঘদিন থেকে স্থানীয় ছাত্র-শিবির নেতা-কর্মীরা তাদেরকে
শিবির করার জন্য চাপ প্রয়োগ করে আসছে। ছাত্র আন্দোলনের নেতা নাজিম
উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, প্রশিক্ষণ সম্পাদক মহিব
উল্যাহ সহ আরো অনেক ছাত্র অভিযোগ করে বলেন, শিবির নেতারা আমাদেরকে তাদের
দলে ভেড়ানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ ঘটনার
জের ধরে ছাত্র-আন্দোলনের নেতা-কর্মীরা গতকাল রোববার সকালে মাদ্রাসা
ক্যাম্পাসে গেলে কামিল মাদ্রাসার শিবির নেতা আরিফ, সুজন, নাহিদ, ইকবাল সহ
৩০/৪০ জনের একদল শিবির ক্যাডার তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধোর
করে পরিধেয় পোষাক ছিড়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে দেয়। মারাত্মক আহতরা
হচ্ছেন নাজিম উদ্দিন, নুরুল ইসলাম, মুহিব উল্যাহ, রবিউল হোসেন ও নাহিদ।
ছাত্র আন্দোলনের নেতা নুরুল ইসলাম জানান, ছাত্র শিবির না করলে আমাদেরকে
ক্যাম্পাসে ঢুকতে দিবে না বলে শিবির নেতারা হুমকি দিয়েছে। এ অবস্থায় আমরা
চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার আলীম প্রথম বর্ষের এক শিক্ষার্থী জানান,
ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা মাদ্রাসায় তাদের সংগঠনের প্রচার কার্য
পরিচালনার সময় ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা তাদের মারধোর করে। এ
ব্যাপারে চাটখিল পৌর শিবিরের সভাপতি আজগর ও কামিল মাদ্রাসা শাখার সভাপতি
নাহিদ ইকবালের সঙ্গে কথা বললে তারা ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের
মারধোরের কথা অস্বীকার করেন। চাটখিল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ
মাও: বশির উল্যাহ বলেন তিনি এ ধরণের ঘটনার কথা শুনেছেন তবে তাঁর কাছে কেউ
কোন অভিযোগ দেয়নি।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে
বলেন, সৃষ্ট ঘটনায় মামলা দায়ের হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী ঘটনার সত্যতা
স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

No comments