Header Ads

চাটখিলে ৪২ হাজার বিদ্যুৎ গ্রাহকের চরম দুর্ভোগ -১টি ট্রান্সফরমারের অভাবে

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ
১টি ট্রান্সফরমারের কারনে নোয়াখালী জেলার চাটখিলের প্রায় ৪২ হাজার গ্রাহক
চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ সাথে দুর্ভোগ পোহাচ্ছে নোয়াখালী জেলার মাইজদী,
দত্তেরহাট ও সোনাইমুড়ীর গ্রাহকগন। জাতীয় বিদ্যুৎ গ্রেড বিদ্যুতের সরবরাহ
স্বাভাবিক থাকলেও ঘন্টার ঘন্টা বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত থাকেন
নোয়াখালী জেলা শহর ও ৩ উপজেলার ১ লাখ ৩১ হাজার গ্রাহক।

জানা গেছে বিদ্যুৎ বিতরণ সংস্থা পাওয়ার গ্রীড কোম্পানীর চৌমুহানীর গ্রীড
সাবষ্টেশনের ১টি ট্রান্সফরমার (টি-৩) থেকে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ
দেওয়া হয়। কিন্তু এ ট্রান্সফরমারটি দীর্ঘদিন থেকে চাহিদার তুলনায় ধারন
ক্ষমতা কম। এতে করে প্রতিনিয়ত লোড শেডিং লেগেই আছে। বিদ্যুতের গ্রাহকগন
পোহাচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। নোয়াখালী ও লক্ষীপুর পিডিবি এবং
পল্লীবিদ্যুৎ সমিতির চাহিদা বর্তমানে পিক আওয়ারে ১৩০ মেগাওয়াট এবং অফপিক
আওয়ারে ৯০ মেগাওয়াট। গরম বাড়া ও কমার সাথে সাথে এর চাহিদাও বাড়ে কমে। এ
অঞ্চলের চাহিদা অনুযায়ী এমনিতেই বিদ্যুৎ পাওয়া যায় না। তার উপর চৌমুহানী
গ্রীড সাবষ্টেশনের টি-৩ পাওয়ার ট্রান্সফরমারের ধারন ক্ষমতার চেয়ে বিতরন
লাইনের সংখ্যা বেশী। এতে জাতীয় গ্রীড থেকে পর্যাপ্ত পরিমান বিদ্যুৎ পাওয়া
গেলেও পাওয়ার বিতরন লাইনে সরবরাহ করা যায় না। ফলে ট্রান্সফরমারটির কারনে
এ এলাকায় লোডশেডিং লেগেই থাকে।

চাটখিল পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম গোপাল চন্দ্রশীল ট্রান্সফরমার সমস্যার
কারনে বিদ্যুতের লোডশেডিং ও গ্রাহকগনের দুর্ভোগের কথা স্বীকার করে
বলেছেন এ সমস্যাটি উর্ধ্বতন কর্তৃপক্ষ কয়েকবার জানানো হয়েছে। তিনি আশাবাদ
ব্যাক্ত করে জানান আগামী কিছু দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

No comments