Header Ads

প্রধান শিক্ষককে মারধোর ও শ্লীলতাহানীর হুমকি অভিযোগে সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা

আনোয়ারুল হায়দার, চাটখিল (নোয়াখালী) ঃ
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধোর ও শ্লীলতাহানীর হুমকি দিয়ে
প্রকাশ্যে বিদ্যালয় ক্যাম্পসে গালমন্দ করার অভিযোগে এক সহকারী শিক্ষকের
বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন হুমকির শিকার ওই শিক্ষিকা। এ ঘটনায়
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের
সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহষ্পতিবার দুপুরে চাটখিল সরকারী বালিকা
উচ্চ বিদ্যালয়ে।
জানা যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাটখিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের
কৃষি বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মোঃ ফখরুল ইসলাম বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সামছুন্নাহার লিলিকে প্রকাশ্যে বিদ্যালয়ের
অফিস কক্ষে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং তাকে মারধোর ও শ্লীলতাহানীর
হুমকি দেয়। এক পর্যায়ে ফখরুল ওই শিক্ষিকাকে শারীরীকভাবে লঞ্চিত করতে
উদ্যোত হলে স্কুল শিক্ষক ও স্টাফরা তাকে নিবৃত করেন। এঘটনায় তিনি চরম
নিরাত্তাহীনতায় ভূগছেন বলে সাংবাদিকদের জানান। প্রধান শিক্ষিকা অভিযোগ
করে বলেন, ফকরুল ইচ্ছামত বিদ্যালয়ে আশা যাওয়া করেন এবং ক্লাসের পাঠদান
ফাঁকি দিয়ে প্রাইভেট বাণিজ্য করে থাকেন। এ ছাড়াও তিনি স্কুল অপেনিং ডে
এবং জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিদ্যালয় কর্তৃক
আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অংশগ্রহন করেননি। ১৯৯৫ সাল
থেকে দেড় যুগেরও বেশী সময়ধরে তিনি এ বিদ্যালয়ে চাকরী করার সুবাদে ধরাকে
সরা জ্ঞান করছেন। এ ব্যাপারে শিক্ষক ফকরুল ইসলাম তার বিরুদ্ধে আনিত
অভিযোগ অস্বীকার করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাটখিল থানার এসআই অমিত কুমার বড়–য়া ঘটনার
সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments