Header Ads

চাটখিলে পল্লী বিদ্যুতের অনিয়ম, দূর্নীতি ও ডিজিএম-এর অপসারনের দাবীতে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় পল্লী বিদ্যুতের অনিয়ম, দূর্নীতি ও
ডিজিএম গোপাল চন্দ্র শীব-এর অপসারনের দাবীতে আজ বৃহষ্পতিবার সকাল ১০টায়
চাটখিল পৌরসভার ভীমপুর ও সুন্দরপুর গ্রামের পল্লী বিদ্যুত গ্রাহকরা
চাটখিল পৌরশহরে অবস্থিত পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও কর্মসূচি পালন
করেছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘেরাও কর্মসূচিতে বিপুল সংখ্যক
গ্রাহক অংশগ্রহন করেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে
অবস্থান নেয়। গ্রাহকরা অভিযোগ করেন দিন রাত ২৪ ঘন্টার মধ্যে ২/৩ ঘন্টা
বিদ্যুৎ পাওয়া গেলেও বাকি সময়ে গ্রাহরা অন্ধকারে বাস করছেন। অপরদিকে
ভৌতিক বিলে গ্রাহকরা অতীষ্ট। বিদ্যুৎ অফিসে এলেও গ্রাহকরা সদত্তোর
পাচ্ছেন না, না পেয়ে লাঞ্চিত হচ্ছেন।
এ সময় গ্রাহকদের মধ্যে আবুল বশার আবু, আহমেদ হোসেন সোহাগ, কবির হোসেন,
মজিবুর রহমান ও মোঃ হারেছ মিয়া অফিসের ২য় তলায় উঠে তাদের দাবী দাওয়া পেশ
করেন।

No comments