Header Ads

পঞ্চাশ হাজার টাকা চাঁদা না দেয়ায় সিএনজি মালিককে অপহরণ

আনোয়ারুল হায়দার, চাটখিল (নোয়াখালী): পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিতে
অপারগতা প্রকাশ করায় এক সিএনজি অটোরিক্সা মালিক কাম চালককে অপহরণ করে
হত্যার চেষ্টায় ব্যার্থ হয়ে মার ধোর ও কুপিয়ে রক্তাক্ত জখম করে টাকা-পয়সা
ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মারাত্মক আহত ওই সিএনজি মালিক রবিউল
হাসান রবিনকে (২৬) চাটখিল থানা-পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় আহতের মা মনোয়ারা বেগম চাটখিল থানায়
মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার মধ্যরাতে চাটখিল উপজেলার
মেঘা গ্রামে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার বদলকোট ইউনিয়নের চাঁদপুর
গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে সিএনজি অটোরিক্সা চালক রবিনের কাছে গত
কয়েকদিন আগে পাশ্ববর্তী মুরাইম গ্রামের কাশেম মজুমদারের ছেলে সন্ত্রাসী
নাজিম মজুমদার ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। রবিন চাঁদা দিতে অস্বীকার
করায় গতকাল মঙ্গলবার দুপুরে নাজিমের নেতৃত্বে ৪/৫টি মোটর সাইকেল যোগে
একদল সন্ত্রাসী সপ্তগাঁও বাজার সিএনজি ষ্টেশান থেকে জোর পূর্বক অটোরিক্সা
সহ রবিনকে অপহরণ করে স্থানীয় ইসলামপুর ভাতামার্কেটে সালাউদ্দিন কাদেরের
ফ্রেন্ডস ক্লাবে নিয়ে আটক করে মারধোর করে। এঘটনায় রবিনের মা থানা পুলিশে
অভিযোগ দিলে পুলিশ রবিনকে উদ্ধার করে চাটখিলে এনে ছেড়ে দেয়। আহত রবিন
জানান, ওই ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে একদল যাত্রীবেশী সস্ত্রাসী চাটখিল
বাজার থেকে রবিনের সিএনজি ভাড়া নিয়ে পাশ্ববর্তী রামগঞ্জের দল্টা বাজারের
উদ্দেশ্যে রওয়ানা দেয়। সিএনজি মেঘা এলাকায় পোঁছালে সস্ত্রাসী আগ থেকে
ওঁৎ পেতে থাকা নাজিম গংরা সিএনজি'র গতি রোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে
কুপিয়ে ও পিটিয়ে হত্যার ও সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা সিএনজিটি ভাংচুর করে
পালিয়ে যায়।
খবর পেয়ে থানা পুলিশের টহলদল রবিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নাজিমের বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে।
চাটখিল থানার ওসি ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ
ব্যাপারে আইনগত ব্যবস্তাগ্রহন করা হবে।

No comments