Header Ads

চাটখিল বাজারে সন্ত্রাসী হামলা ব্যবসা প্রতিষ্ঠান গাড়ি ভাংচুর আহত ১০ প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিল উপজেলার ছয়ানী টবগা গ্রামের রাসেল (২৩) নামের এক সন্ত্রাসীকে মঙ্গলবার দুপুরে আটক করায় ওই সন্ত্রাসীর সমর্থকরা  বিকেলে চাটখিল বাজারে সস্ত্রাসী চালিয়ে অর্ধশত দোকানপাট, দুটি যাত্রীবাহী বাস ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। এতে ব্যবসায়ী, বাসযাত্রী সহ ১০জন আহত হয়েছে। এ সময় চাটখিল-সোনাইমুড়ি-রামগঞ্জ সড়কে এক ঘন্টা ব্যাপী যান চলাচল বন্ধ থাকে।
এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা মঙ্গলবার বিকেলে চাটখিল পৌর সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। ব্যবসায়ী শাহজাহান খান বাবুলের নেতৃত্বে বিকেল ৫টার সময় আলীয়া মাদ্রাসা সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনিতাশ পেট্টোল পাম্প চত্তরে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী শাহজাহান খান বাবুল, আহম্মেদ হোসেন সোহাগ, হারুনুর রশিদ প্রমুখ।
উল্লেখ্য গত সোমবার রাতে চাটখিল উপজেলার নোয়খলা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য আবু হানিফ রিপনের অপহরনের ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে র‌্যাব-১১ সদস্যরা সস্ত্রাসী রাসেলকে আটক করে নিয়ে যায়। চাটখিল থানার ওসি ইব্রাহীম খলিল জানান, সন্ত্রাসী রাসেলের বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে।

No comments