Header Ads

চাটখিলে আওয়ামীলীগ নেতা ইউপি মেম্বার অপহরণ, সড়ক অবরোধ

নোয়াখালী জেলার চাটখিলে ৮নং নোয়াখলা ইউনিয়ন পরিষদের ৪নং সিংবাহুড়া ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ও নোয়াখলা ইউনিয়ন আওয়ামীলীগ (পূর্ব) এর যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ রিপন (৪০) কে গত সোমবার রাতে অপহরণ করেছে একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী। এ ঘটনায় চরম আতংক ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী এঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার খিলপাড়া চাটখিল সড়কে গাছ কেটে অবরোধ করেছে। রিপন সিংবাহুড়া গ্রামের আলী আকবরের ছেলে। অপহরনের পর থানা পুলিশ সময় মত ব্যবস্থা গ্রহন না করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, সোমবার রাত পোনে ৯টার দিকে রিপন তার সিংবাহুড়া গ্রামের কার্যালয়ে বসায় ছিল। এ সময় মোটর সাইকেল যোগে কয়েকজন মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী এসে তাকে কার্যালয় থেকে উঠিয়ে এনে মোটর সাইকেলে উঠতে বলে। না উঠলে এখানেই গুলি করে হত্যা করার হুমকি দেয়। এতে রিপন বাধ্য হয়ে মোটর সাইকেলে উঠলে সন্ত্রাসীরা তাকে পশ্চিম দিকে নিয়ে যায়। এরপর থেকে রিপনের আর কোন হদিস পাওয়া যাচ্ছে না। রিপনের বাবা আলী আকবর ও স্ত্রী ফাতেমা আক্তার বাড়ীতে বাকশক্তি হারিয়ে বার বার মূর্চ্ছা যাচ্ছেন। তিন ছেলের জনক রিপনের এক বোন ও তিন ভাই রয়েছে। রিপন কে উদ্ধারে থানা পুলিশের বিরুদ্ধে সময় ক্ষেপন করার অভিযোগ করেছে এলাকাবাসী। চাঞ্চল্যাকর এ ঘটনার রাত সোয়া ৯টা সংঘঠিত হওয়ার সাথে সাথে থানা পুলিশ সহ সর্বত্র স্থানে জানিয়েছে এলাকাবাসী। অথচ থানার ওসি ইব্রাহিম খলিল জানান তিনি রাত সাড়ে ১০ টা কি পোনে ১১টায় খবরটি পেয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তাকে উদ্ধারের দাবী জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগসহ মেম্বার বৃন্দ এবং স্থানীয় আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ। এ ঘটনার প্রতিবাদে খিলপাড়া চাটখিল সড়কে গাছ কেটে অবরোধ করলে স্থানীয় গন্যমান্য লোকজন এসে তা সরিয়ে ফেলেন।

No comments