Header Ads

চাটখিলে জাল দলিল সৃজনের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: জাল দলিল সৃজনের মাধ্যমে প্রায় ৬০ শতক জমি
আত্মসাৎ কারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ফাঁস হওয়ার পর ওই জাল দলিল
সৃজনকারী জমির প্রকৃত মালিক আবদুল বাতেন গংদের বিভিন্ন প্রকার হুমকি ধমকি
দিচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখিল গ্রামের পন্ডিত বাড়িতে।
এব্যাপারে নোয়াখালী জেলা জজ আদালতে মামলা দায়ের হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, চাটখিল উপজেলার নাহারখিল গ্রামের মৃত আমিন উল্যাহর
ছেলে ভূমি খেকো আহসান উল্যাহ খোকন একই বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে
আবদুল বাতেন, আবদুল জাহের শাহিন গংদের ২৪১নং নাহারখিল মৌজায় ৯৯৬/৯৯৭
দাগের ৫৮ শতক জমি ২০১৩ সনে আত্মসাতের নিমিত্তে একটি জাল দলিল সৃজন করে।
দলিল নং ৪৬৩৮। জাল দলিলের মাধ্যমে ওই জমি চাটখিল উপজেলা ভূমি অফিসে
নামজারী করতে গেলে জালিয়াতির ঘটনা ফাঁস হয়ে যায়। এ ঘটনার পর জমির প্রকৃত
মালিকরা ভূমি খেকো খোকন গংদের বিরুদ্ধে নোয়াখালী ল্যান্ড সার্ভে
ট্রাইব্যুনাল (এলএসটি) তে মামলা দয়ের করেন। মামলা নং ১৩/২০১৪ এবং চাটখিল
উপজেলা ভূমি অফিসে নামজারীর বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র দায়ের করেন।
বর্তমানে খোকন একশ্রেণীর ভূমি দালালের মাধ্যমে তদবির করে তার পক্ষে রায়
নেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন বলে আবদুল জাহের শাহিন গংদের অভিযোগ।
এ ব্যাপারে আহসান উল্যাহর সঙ্গে কথা বললে, তিনি জাল দলিল সৃজনের অভিযোগ
অস্বীকার করে বলেন, পৈত্রিক সূত্রে তিনি ওই জমির মালেক হয়েছেন।

No comments