Header Ads

চাটখিলে সিংবাহুড়া গার্লস একাডেমীর পরিচালনা পরিষদের নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সিংবাহুড়া গার্লস একাডেমীর
অভিভাবক সদস্য নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে গতকাল মঙ্গলবার। সকাল
১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা
ছাড়া সুষ্ঠভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে প্রিসাইডিং
অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর
রাহমান। প্রিসাইডিং অফিসার বিকেল ৫টায় ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে
মোট ছয় জন প্রার্থী অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে
চার জন নির্বাচিত হন। নির্বাচতরা হচ্ছেন, যথাক্রমে মোঃ জাকির হোসেন মজিদ,
মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সুলতান আহম্মেদ পাটওয়ারী ও মোঃ ফারুক আহম্মেদ। এর
আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দাতা সদস্য নির্বাচিত হন বিদ্যালয়ের বর্তমান
পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক
সাধারণ সম্পাদক এ্যাড. বশির আহম্মেদ, প্রতিষ্ঠাতা নির্বাচিত হন গাজী মোঃ
বদিউজ্জামান, মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হন পারভিন আক্তার, শিক্ষক
প্রতিনিধি পদে নির্বাচিতরা হচ্ছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উত্তম কুমার
আচার্য, জোসনাময়ী আচার্য ও মনির হোসেন বিএসসি, পরিচালনা পরিষদের সদস্য
সচিব হচ্ছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মমতাজ বেগম।

No comments