Header Ads

সোনাইমুড়িতে জুয়েলারী দোকানে ডাকাতি: ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার কিংবা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ গত মঙ্গলবার রাতে সোনাইমুড়ি উপজেলার জয়াগ
ইউনিয়নের থানারহাট বাজারে তিনটি জুয়েলারী দোকানে ডাকাতির ঘটনার পাঁচ দিন
পেরিয়ে গেলেও থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের গ্রেফতার কিংবা
লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় বাজার ব্যবসায়ী ও
ডাকাতি হওয়া দোকান মালিকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সোনামুড়ি থানার
ওসি আবদুস সামাদ পিপিএম বলেন, আসামীদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল
উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে তিনটি মোটর সাইকেল যোগে ৯ ডাকাত থানারহাট
বাজারে ইসলাম জুয়েলার্সের দুইটি ও আসিফ জুয়েলার্সের একটি দোকানে ডাকাতি
করে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়
গ্রামবাসী ধাওয়া করে দুই ডাকাতকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই লক্ষ্মীপুরের
সন্ত্রাসী ও মুন্না বাহিনীর প্রধান মোসলে উদ্দিন মুন্না মারা যায়। অপর
আহত ডাকাত চাটখিল উপজেলার দক্ষিণ সাহাপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে
ইয়াছিন (৩০) পুলিশী হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গত বুধবার সকালে
ইসলাম জুয়েলার্সের মালিক দীন ইসলাম একটি ও সোনাইমুড়ি থানা পলিশ বাদী হয়ে
পৃথক পৃথক দুইটি মমলা দায়ের করে।

No comments