Header Ads

সোনাইমুড়িতে যুবলীগ-যুবদল সংঘর্ষ ৫জন গুলিবিদ্ধ, আহত ১০

চাটখিল ও সোনাইমুড়ি(নোয়াখালী) প্রতিনিধি: গত শুক্রবার  রাতে সোনাইমুড়িতে যুবলীগ ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘঠেছে। এতে ৫জন গুলিবিদ্ধসহ ১০জন আহত হয়েছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নাওরী গ্রামের কলেরগোড়া নামক স্থানে শুক্রবার রাতে যুবদলের কয়েকজন নেতাকর্মী আড্ডা দেওয়ার সময় যুবলীগ কর্মীদের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি পরে তা সংঘর্ষে রূপ নেয়। যুবদল নেতা জাহাঙ্গীর আলম জানান, যুবলীগ কর্মী নজরুল ও সাহেদের নেতৃত্বে ২০/২৫ জনের একদল শসস্ত্র যুবক যুবদল নেতা কর্মীদের উপর অতর্কিতে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলিছুড়ে ও কুপিয়ে আহত করে। এতে যুবদলের ৫জন গুলিবিদ্ধসহ মোট ১০জন আহত হয়েছে। গুলিবিদ্ধরা হচ্ছে- রাজু, জাহাঙ্গীর, বেলাল, আরিফ, ইকবাল। এব্যাপারে সোনাইমুড়ি উপজেলা যুবলীগ আহ্বায়ক মো: খলিলের সঙ্গে কথা বললে তিনি যুবলীগের হামলার বিষয়টি অস্বীকার করেছেন। স্থানীয় আমিশাপাড়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে ওই এলাকায় উভয় পক্ষের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। সোনাইমুড়ি থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

-আনোয়ারুল হায়দার

No comments