Header Ads

রক্ষক যখন ভক্ষক

চাটখিল (নোয়াখালী): চাটখিল উপজেলার হীরাপুর কমিউনিটি ক্লিনিকের সভাপতি
স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ মন্টু ও কমিউনিটি ক্লিনিকের হেল্থ
প্রোভাইডর (সিএইচপি) জামাল হোসেন ক্লিনিকের ১০টি বড় গাছ মোটা অংকের টাকায়
বিক্রি করে পুরো টাকা আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধ ও
বৃহষ্পতিবার জামালের উপস্থিতিতে ওই গাছ গুলো প্রকাশ্য দিবালোকে কেটে নিয়ে
গেলেও বিক্রেতারা স্থানীয় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ বাধা দিতে সাহস
পাননি। এ যেন রক্ষকই ভক্ষকে পরিনত হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম
ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, উপজেলার বদলকোট ইউনিয়নের ৫নং ওয়ার্ড-এ স্থানীয় হীরাপুর
কমিউনিটি ক্লিনিকের মালিকানাধীন ১০টি বড় কড়ই গাছ সংশ্লীষ্ট কর্তৃপক্ষের
অনুমতি কিংবা কোন প্রকার বিজ্ঞপ্তি ছাড়াই সিএইচপি জামাল হোসেন প্রকাশ
জামাল ডাক্তার ও আবু হানিফ মন্টু মেম্বার পরষ্পর যোগসাজসে মোটা অংকের
বিনিময়ে হীরাপুর গ্রামের কাঠ ব্যবসায়ী কবির হোসেনের নিকট বিক্রি করে টাকা
আত্মসাত করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কমিউনিটি ক্লিনিকের জমি দাতা ও চাটখিল উপজেলা
পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাজ্জাদ আহম্মেদ চৌধুরী ক্ষোভ প্রকাশ করে
বলেন, স্থানীয় মেম্বার ও সিএইচপি কোন ক্ষমতা বলে ক্লিনিকের মালিকানাধীন
সরকারী এই গাছ গুলো বিক্রি করলেন তা আমার বোধগম্য নয়। তিনি সংশ্লীষ্ট
কর্তৃপক্ষের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন। এ ব্যাপারে
সিএইচপি জামাল হোসেন ও ইউপি সদস্য আবু হানিফ মন্টুর সঙ্গে কথা বললে তারা
এ ব্যাপারে কোন সদত্তোর দিতে পারেন নি। চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খলিল উল্যাহ এ ব্যাপারে অবগত নন বলে জানান।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার কাজী মো: চাহেল তস্তরী বলেন, এ ব্যাপারে
আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments