Header Ads

চাটখিলে তিন ঘন্টার ব্যবধানে যুবলীগ, যুবদল কর্মীসহ ৪ যুবক অপহরণ

চাটখিল (নোয়াখালী): আজ মঙ্গলবারে নোয়াখালীর চাটখিলে ৩ ঘন্টার ব্যবধানে
যুবলীগ, যুবদল কর্মীসহ ৪ যুবক অপহরনের শিকার হয়েছেন। অপহৃতদের ভাগ্যে কি
ঘটেছে তা জানা যায়নি। অপহৃতরা হচ্ছেন চাটখিল উপজেলার নারায়নপুর গ্রামের
মৃত রফিকুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী শহিদ উল্যাহ (৩৫), গোমাতলী গ্রামের
আলী মিয়ার ছেলে যুবদল কর্মী জাহাঙ্গীর আলম (২৮), রুহিতখালী গ্রামের
ব্যবসায়ী লিখন (২২) ও সাজু (২৪)। এ ঘটনায় অপহৃতদের পরিবারে ও এলাকায় আতংক
বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানায়, বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে এসকল
অপহরনের ঘটনা ঘটেছে।
উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা নুরুল হুদা খোকন পাটওয়ারীসহ
এলাকাবাসী সমকালকে জানান, বেলা সাড়ে ১২টার সময় দুইটি সিএনজি ও দুইটি মোটর
সাইকেল যোগে একদল সশস্ত্র অজ্ঞাত সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মী করে
নাজির কাচারী বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবলীগ কর্মী শহিদ
উল্যাহকে জোর পূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময়
সন্ত্রাসীদের ভয়ে শহিদ উল্যাহকে উদ্ধারে এলাকাবাসী কেউ এগিয়ে আসেনি।
রামনারায়পুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টু জানান, বেলা ২টার সময়
সন্ত্রাসী মোসলেহ উদ্দিন বাচ্চু গংরা রামনারায়নপুর ইউনিয়নের আবু সাইদ
মার্কেট সংলগ্ন খেজুরতলা এলাকার ব্যবসায়ী লিখন ও সাজুকে মোটর সাইকেল যোগে
অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা স্থানীয় স্টার
ব্রিক্স ফিল্ড অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। বেলা সাড়ে ৩টার সময়
বৈকুন্ঠপুর গ্রামের সন্ত্রাসী মনির হোসেন ও রিয়াজ তিনটি মোটরসাইকেল যোগে
৮/৯ জনের সন্ত্রাসী দল অস্ত্রের মুখে জিম্মি করে উপজেলার গোমাতলী গ্রামের
মোহাম্মদ আলীর ছেলে যুবদল কর্মী জাহাঙ্গীর আলমকে অপহরণ করে লক্ষ্মীপুরের
দিকে নিয়ে যায়। স্থানীয় রামনারায়পুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টু
ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বাচ্চু বাহিনীর অত্যাচারে রামনারায়নপুর
এলাকাবাসী অতীষ্ট ও আতংকের মধ্যে দিনাতিপাত করছে।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি ইব্রাহীম খলিল দুইজন অপহরণের কথা স্বীকার
করে বলেন, অপহৃত লিখন ও সাজুকে ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের সম্পর্কে তিনি
কিছু জানেন না। তার নিকট কেউ কোন অভিযোগ দেয়নি।

No comments