Header Ads

ইয়াবার থাবা চাটখিলে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১মাসের কারাদন্ড

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ
গতকাল বুধবার সন্ধ্যায় চাটখিল পৌর সদরে উপজেলা নির্বাহী অফিসার ও
নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মোহাম্মদ চাহেল তস্তরী'র নেতৃত্বে নোয়াখালী
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মাদক বিরোধী এক অভিযান চালিয়ে পৌরসভার
বদলকোট বোডস্থ শাপলা আবাসিক বোডিং থেকে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে
চারজনকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা টেবলেট,
বিক্রির টাকা ও তা সেবনের সরঞ্জামাদী উদ্ধার করা হয়। পরে ইউএনও তার
কার্যালয়ে আদালত বসিয়ে আটককৃতদের এক মাসের কারাদন্ড ও প্রত্যেককে ২ হাজার
টাকা করে জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে
শাপলা আবাসিক বোডিং-এর মালিক সুন্দরপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম
হাজী (৬৫), একই গ্রামের সিরাজুল ইসলাম (২৭), শেখ ফরিদ (২৯) ও সোনাইমুড়ি
উপজেলার যুগী খিলপাড়া গ্রামের আবদুল হালিমের ছেলে ওমর ফারুক (৩০)।
অভিযানে নোয়াখালী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মজিবুর
রহমান, উপ-পরিদর্শক মোহাম্মদ উল হক, চাটখিল থানার উপ-পরিদর্শক মিজানুর
রহমান ও ইউএনও কার্যালয়ের সিএ আবদুল মতিন সহ চাটখিল থানা পুলিশ ও
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন উপস্থিত ছিলেন।

-আনোয়ারুল হায়দার

No comments