Header Ads

চাটখিলে যুবদলের সম্মেলন প্রস্তুতি সভা পন্ড, ককটেল বিষ্ফোরন

আনোয়ারুল হায়দার, চাটখিল (নোয়াখালী) ঃ
অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে আজ বিকেলে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকায়
স্থানীয় পৌর যুবদলের সম্মেলন প্রস্তুতি সভায় পৌর যুবদলের যুগ্ন-আহ্বায়ক
দাওয়াত না পেয়ে তার সমর্থকদের নিয়ে হামলা চালিয়ে সভা পন্ড করে দেয়ার খবর
পাওয়া গেছে। এসময় কমপক্ষে ৪/৫টি ককটেল বিষ্ফোরণ, চেয়ার ভাংচুর ও
ছোড়া-ছুড়ির ঘটনা ঘটে। এতে এলাকার ও সভায় উপস্থিত নেতা-কর্মীদের মাঝে আতংক
দেখা যায়। এ ঘটনায় এলাকায় দুই গ্র"পের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও পুলিশ
এ ব্যাপারে কিছুই জানে না।
জানা যায়, চাটখিল পৌরসভার যুবদল আহ্বায়ক সুলতান বাবর একক সিদ্ধান্তে
যুবলের সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভা বিকেলে স্থানীয় সুন্দরপুর সুকানী
মার্কেট (প্রকাশ ছুয়ানী মার্কেট) জামে মসজিদ প্রাঙ্গনে আহ্বান করেন।
বিকেল পাঁচটায় যথারীতি সভা শুরু হয়। সভায় স্থানীয় যুবদলের যুগ্ন-আহ্বায়ক
কামাল হোসেন সহ বেশ কয়েকজন ত্যাগী নেতাকে দাওয়াত করা হয়নি। এঘটনার জের
ধরে সভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কামালের নেতৃত্বে যুবদলের একাংশের
নেতাকর্মীরা ওই সভায় অতর্কীতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে
সংঘর্ষ শুরু হয়। এতে সভা পন্ড হয়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার সময় মসজিদ চত্তরে হঠাৎ
শোর-চিৎকার, চেয়ার ছোড়া-ছুড়ি ও ককটেল বিষ্ফোরণের শব্দে আত্ম রক্ষার্থে
স্থানীয় লোকজন দৌড়ে পালাতে থাকে। খবর পেয়ে বিএনপি নেতা ও চাটখিল পৌরসভার
মেয়র মোস্তফা কামাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যুবদলের
যুগ্ন-আহ্বায়ক কামাল হোসেন জানান, সুলতান বাবর আহ্বায়ক কমিটির অনেক নেতার
সঙ্গে কোন প্রকার যোগাযোগ ছাড়াই তার একক সিদ্ধান্তে সম্মেলন প্রস্তুতি
সভা ডাকে তাই আমরা ওই সভা পন্ড করে দিয়েছি। পৌর যুবলের আহ্বায়ক সুলতান
বাবর সভা পন্ডের বিষয়টি অস্বীকার করে বলেন, আজকের সভা স্থগিত করা হয়েছে।
পরবর্তীতে এ সভা ডাকা হবে। পৌর মেয়র মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার
করে বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি মিটিয়ে দিয়েছি।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি (তদন্ত) আবদুল মজিদ বলেন, পুলিশ এ ঘটনা
সম্পর্কে অবগত নয়।

No comments