Header Ads

চাটখিলে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবীতে স্ত্রীর ওপর নির্যাতন, ডাক্তার স্বামী আটক

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ
চাটখিলে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবীতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতনের
অভিযোগে চাটখিল থানা পুলিশ গত মঙ্গলবার রাতে নির্যাতিতার স্বামী ডাক্তার
মেহেদী হাসান নিশানকে (২৭) আটক করেছে। এ ব্যাপারে স্ত্রী খাতুনুল ফেরদাউস
নিনি স্বামী, শ্বশুর শ্বাশুড়ি সহ চার জনকে আসামি করে থানায় মামলা দায়ের
করেছেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
প্রধান সহকারী আরিফুর রহমানের বড় ছেলে কমপ্লেক্সের সহকারী দন্ত চিকিৎসক
মেহেদী হাসান নিশানের সঙ্গে পৌর সভার ছয়ানী টবগা গ্রামের হাসান আহম্মেদ
মহিনের মেয়ে খাতুনুল ফেরদাউস নিনির (২০) পাঁচ লাখ টাকা দেনমোহরে ১৯
জানুয়ারি ২০১২ সালে বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর ব্যবসা করার কথা বলে
নিশান ও তার পরিবার দুই লাখ টাকা যৌতুক আদায় করে নেন। এর পর পূনরায় নিনির
পরিবারের কাছে নিশান ও তার পরিবার পাঁচ লাখ টাকা যৌতুক দাবী করে। যৌতুকের
টাকা দিতে না পারায় নিশান এবং তার পরিবারের লোকজন বিভিন্ন সময়ে নিনির উপর
শারিরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। এতে একাধিক বার নিনি গুরুতর আহত
হয়ে বিভিন্ন হাসপতালে চিকিৎসা নেন। স্বামী ও শ্বশুর শ্বাশুড়ির নির্যাতন
থেকে রেহাই পেতে গত ছয় মাস থেকে নিনি পিতার বাড়িতে অবস্থান করেন। এ
ব্যাপারে নিনি বাদী হয়ে গত সোমবার চাটখিল থানায় এজাহার দিলে পুলিশ
মঙ্গলবার রাতে নিশানকে আটক করে। মামলার অপর আসামি নিনির শ্বশুর আরিফুর
রহমান, শ্বাশুড়ি লাখি আক্তার ও দেবর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
ল্যাবরেটরী টেকনিশিয়ান মাহমুদুল হাসান রায়হান পলাতক রয়েছেন। চাটখিল থানার
ওসি ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


-মনির হোসেন

No comments