Header Ads

চাটখিলে ব্যবসায়ীকে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে গ্রেফতার ও তার পরিবারকে হয়রানীর অভিযোগ

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা:
নোয়াখালী জেলার চাটখিলের ব্যবসা কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ খিলপাড়া বাজারের
বিশিষ্ট ব্যবসায়ী মমিন উল্যা (৫৫) সহ সহ নিরীহ লোকদের বিরুদ্ধে মিথ্যা
বানোয়াট ধর্ষণ মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে।
কথিত এ মামলা প্রত্যাহার ও মমিনের মুক্তি দাবীতে বাজারের ব্যবসায়ীরা
মানববন্ধন, স্মারক লিপি প্রদান ও ধর্মঘটের কর্মসূচি নিয়েছে। এ ঘটনার
প্রতিবাদে খিলপাড়া বাজার বণিক সমিতি ও বাজারের ব্যবসায়ীরা গত সোমবার রাতে
বাজারের রহিম হাজি মার্কেট চত্তরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ
করেন।
সংবাদ সম্মেলনে বণিক সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম আজাদ, মফিজ
উল্যাহ ভূঁইয়া, মুক্তিযোদ্ধা আরিফুর রহমান, মোহাম্মদ হোসেন দুলাল
মেম্বার, মোঃ শরিফ উল্যাহ, নুরুল আমিন, আ'লীগ নেতা শহীদ উল্যাহ, হাজী
আবদুর রহমান সহ বাজারের ব্যবসায়ীরা জানান শংকরপুর গ্রামের প্রবাসী আবুল
কাশেমের স্ত্রী রেহানা আক্তার রানুর (৩৮) সঙ্গে গোমাতলী গ্রামের মৃত
জয়নাল আবেদীনের ছেলে খিলপাড়া বাজার ব্যবসায়ী মমিন উল্যার খিলপাড়া
মধ্যবাজারে এক শতক জমির উপর নির্মিত দোকান ঘর নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ
চলছিলো। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। এ বিরোধের জের ধরে ব্যবসায়ী মমিনকে
ফাঁসানোর জন্য রানু দীর্ঘ দিন থেকে পরিকল্পনা করে আসছে। এরই ধারাবাহিকতায়
গত ২৮ মার্চ তারিখে রানুকে ধর্ষণের চেষ্টা করার সাজানো অভিযোগ এনে রানু
গত ২৬ এপ্রিল নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালে
ব্যবসায়ী মমিন উল্যা, ছোট জীবনগর গ্রামের শিপন (৩২) ও সুধারাম থানার
হাসানপুর গ্রামের আমানত শাহ রুবেল (২৯) এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ গত ১ আগষ্ট সন্ধ্যায় খিলপাড়া বাজার থেকে মমিন উল্যাকে গ্রেফতার
করে জেল হাজতে প্রেরন করে। গ্রেফতারকৃত মমিন উল্যার স্ত্রী মনোয়ারা বেগম
মনি তার স্বামীকে নির্দোষ বলে তার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী
করেন। খিলপাড়া বাজারের দুই শতাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, রেহানা
আক্তার রানু খিলপাড়া বাজার এলাকার একজন চিহ্নিত মাদক বিক্রেতা প্রতারক ও
দুশ্চরিত্রা। ২০০১ সালে তাকে পর্নো ছবিসহ থানা পুলিশ গ্রেফতার করেছিল।
এছাড়াও তার বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যান কার্যালয়ে প্রতারনা সহ
বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

No comments