Header Ads

ফরমালিন বিরোধী অভিযান: চাটখিলে এক মণ চিংড়ি ধ্বংস, জরিমানা


চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা:  বুধবার বিকেলে চাটখিল পৌর বাজারে ফরমালিন বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মো: চাহেল তস্তরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত চিংড়ি মাছে ফরমালিন পাওয়ায় ও পঁচা মাছ বিক্রির অভিযোগে জননী মৎস আড়তকে ৮হাজার ও সাগরিকা মৎস আড়তকে ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ফরমালিন যুক্ত একমণ চিংড়ি মাছ প্রকাশ্যে ধ্বংস করা হয়। অভিযানে চাটখিল থানার ওসি মো: নাসিম উদ্দিন, সাংবাদিক, উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments