Header Ads

চাটখিলে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন : কেন্দ্র দখলের অভিযোগ করেছে বিএনপি সমর্থিত প্রার্থী

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সংঘর্ষে পুলিশ সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। ১৮টি  ভোট কেন্দ্র দখলের অভিযোগ এনে গতকাল বিকেলে বিএনপি সমর্থিত প্রার্থী ওই কেন্দ্র গুলোর ভোট বাতিলের দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলন করেন। কেন্দ্র দখলসহ    নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন আগামী রোববার চাটখিলে সকাল সন্ধ্যা হরতাল আহবান করেছে।
উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী আনোয়ার হোসেন প্রশাসনের বিরুদ্ধে ভোট কারচুপি ও কেন্দ্র দখলে আওয়ামীলী সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর কবির কে সহযোগিতা করার অভিযোগ এনে ওই কেন্দ্রগুলোর ভোট বাতিলের দাবী জানিয়েছেন। উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তুুরী প্রশাসনের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। পুনরায় ভোট গ্রহনের দাবিকৃত কেন্দ্র গুলো হচ্ছে ১। শাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ২। ধর্ম পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩। রামনারায়নপুর বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪। সোবহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫। বাইশসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬। পূর্ব শোশালিয়া স: প্রা: বি: ৭। রেজ্জাকপুর স:প্রা: বি: ৮। কামালপুর এমএ হাসেম উচ্চ বি: ৯। কুলশ্রী ওমর আলী উচ্চ বিদ্যালয় ১০। পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয় ১১। নোয়াখলা পাঠান বাড়ী সরকারী প্রা: বি: ১২। জীবনগর উচ্চ বিদ্যালয় ১৩। খিলপাড়া বহুমুখী উ্চ্চ বিদ্যালয় ১৪। সংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৫। দশানী টবগা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৬। হাশর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৭। হাটপুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৮। রামনারায়নপুর উচ্চ বিদ্যালয়।
সংবাদ সম্মেলনে জামায়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা মহিউদ্দিন ও বিএনপি সমর্থিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমিন রতন মুনা একই অভিযোগ করেন।
এদিকে নির্বাচনী সংঘর্ষে অর্ধ শতাধিক আহতদের মধ্যে উপজেলার রমাপুর গ্রামের সোলায়মানের কন্যা শিরিন  (২০) মারাতœক আহত  অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়াও মেহেদী হাছান তুষার (২৪) ইয়াদি আমিন সুমন (৩২) ও আহমেদ উল্যা নামের অপর তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

No comments